নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ১৭ পরিসংখ্যানঃ গড়, উপাত্ত, প্রচুরক, শ্রেণি সংখ্যা, মধ্যক, গণসংখ্যা:)

Last Updated On:

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ১৭ পরিসংখ্যানঃ গড়, উপাত্ত, প্রচুরক, শ্রেণি সংখ্যা, মধ্যক, গণসংখ্যা)

পরিসংখ্যান

১. উপাত্তসমূহ সারণিতে অন্তর্ভুক্ত করার সময়, প্রতি শ্রেণিতে উপাত্তের সংখ্যা নির্ধারণ করে যে সূচকটি, সেটি কোনটি?

ক) শ্রেণির গণসংখ্যা
খ) শ্রেণির মধ্যবিন্দু
গ) শ্রেণি সীমা
ঘ) শ্রেণি সংখ্যা

উত্তরঃ ক

২. পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ যখন ক্রমানুসারে সাজানো হয়, তখন উপাত্তগুলো একটি নির্দিষ্ট মানের আশেপাশে সংগৃহীত হয়। এই প্রবণতাকে কী বলা হয়?

ক) গড়
খ) প্রচুরক
গ) মধ্যক
ঘ) কেন্দ্রীয় প্রবণতা

উত্তরঃ ঘ

৩. নিচের সারণিতে

তাপমাত্রা60-8080-100100-120
গণসংখ্যা594

 

(i) শ্রেণিব্যাপ্তি 3

(ii) মধ্যক শ্রেণি 80-100

(iii) তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক

নিচের কোন তথ্যটি সঠিক?

ক) ii ও i
খ) iii ও i
গ) iii ও ii
ঘ) i, ii ও iii

উত্তরঃ গ

৪. আয়তলেখ আঁকতে যা যা প্রয়োজন তা হলো-

(i) x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণিব্যাপ্তি

(ii) y অক্ষ বরাবর গণসংখ্যা

(iii) শ্রেণির মধ্যমান

নিচের মধ্যে কোনটি সঠিক?

ক) ii ও i
খ) iii ও i
গ) iii ও ii
ঘ) i, ii ও iii

উত্তরঃ ক

৫. উপাত্তের ক্ষেত্রে কোনটি প্রচুরক-

(i) কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ

(ii) সবচেয়ে বেশি বার প্রদর্শিত মান

(iii) সবসময় অনন্য নাও হতে পারে

উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?

ক) ii ও i
খ) iii ও i
গ) iii ও ii
ঘ) i, ii ও iii

উত্তরঃ ঘ

শীতকালে বাংলাদেশের একটি অঞ্চলের ১০ দিনের তাপমাত্রা (সেন্টিমিটার) পরিসংখ্যান হলো ১০°, ৯°, ৮°, ৬°, ১১°, ১২°, ৭°, ১৩°, ১৪°, ৫°।

নিচের (৬-৮) প্রশ্নগুলোর উত্তর দিন।

৬. উপরের উপাত্তের প্রচুরক কোনটি?

ক) ১২°
খ) ৫°
গ) ১৪°
ঘ) প্রচুরক নেই

উত্তরঃ ঘ

৭. উপরের উপাত্তের গড় তাপমাত্রা কত?

ক) ৮°
খ) ৮.৫°
গ) ৯.৫°
ঘ) ৯°

উত্তরঃ গ

৮. উপাত্তগুলোর মধ্যক কোনটি?

ক) ৯.৫°
খ) ৯°
গ) ৯.৫°
ঘ) ৯°

উত্তরঃ ক

৯. সারণিভুক্ত শ্রেণিবিন্যস্ত উপাত্তের মোট সংখ্যা হলো n, মধ্যক শ্রেণির নিন্মসীমা L, মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির ক্রমযোজিত গণসংখ্যা Fc, মধ্যক শ্রেণির গণসংখ্যা Fm এবং শ্রেণিব্যাপ্তি হলো h; এই তথ্যের আলোকে নিচের মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি ?

ক) L+(n/2-Fc)✕h/Fm

খ) L+(n/2-Fm)✕h/Fm

গ) L-(n/2-Fc)✕h/Fm

ঘ) L-(n/2-Fm)✕h/Fm

উত্তরঃ ক

১০. ১০ম শ্রেণির ৫০জন ছাত্র-ছাত্রীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি প্রদত্ত হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ ও অজিভ রেখা আঁক।

শ্রেণিব্যাপ্তিগণসংখ্যা
31-406
41-508
51-6010
61-7012
71-805
81-907
90-1002

সমাধানঃ

এখানে প্রদত্ত উপাত্ত বিচ্ছিন্ন। এক্ষেত্রে শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু বের করে সরাসরি গণসংখ্যা বহুভুজ আঁকা সুবিধাজনক। শিক্ষার্থীদের গণিত বিষয়ে প্রাপ্ত নাম্বরের গণসংখ্যা নিবেশন সারণিঃ

শ্রেণিব্যাপ্তিমধ্যবিন্দুগণসংখ্যা
31-4035.56
41-5045.58
51-6055.510
61-7065.512
71-8075.55
81-9085.57
90-10095.52

গণসংখ্যার বহুভুজ অঙ্কন:
X-অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ঘরকে ২ একক ধরে শ্রেণি ব্যবধানের মধ্যবিন্দু এবং Y-অক্ষ বরাবর ছক কাগজের ২ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে ৩০ পর্যন্ত ঘরগুলো চিহ্নিত করার জন্য ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে।

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ১৭ পরিসংখ্যানঃ গড়, উপাত্ত, প্রচুরক, শ্রেণি সংখ্যা, মধ্যক, গণসংখ্যা:)
statistics

অজিভ রেখা অঙ্কনের সারণিঃ

শ্রেণিব্যাপ্তিগণসংখ্যাক্রমোযোজিত
গণসংখ্যা
31-4066
41-50814
51-601024
61-701236
71-80541
81-90748
90-100250

X-অক্ষ বরাবর ছক কাগজের এক ঘরকে শ্রেণী ব্যবধানের উচ্চসীমার দুই একক এবং Y-অক্ষ বরাবর ছক কাগজের এক ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার একক ধরে প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যার অজিভ রেখা আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে ৩১ পর্যন্ত ঘরগুলো চিহ্নিত করতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে।

statistics
statistics

১১. নিচে ৫০ জন ছাত্র-ছাত্রীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো। এবার মধ্যক নির্ণয় কর।

ওজন (কেজি)455055606570
গণসংখ্যা26816126

সমাধানঃ

ছাত্র-ছাত্রীর ওজনের মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণিঃ

ওজনগণসংখ্যাক্রমোযোজিত
গণসংখ্যা
4522
5068
55816
601632
651244
70650
n=50

খানে, n=50 যা জোড় সংখ্যা

এখন, 50/2=25,

∴ মধ্যক

   25 তম পদ+26 তম পদ

=—————————

              2

   60+60

=———

      2

=60 কেজি।

১২. কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ৯ম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিন্বে প্রদান করা হলো।

76, 65, 98, 79, 64, 68, 56, 73, 83, 57, 55, 92, 45, 77, 87, 46, 32, 75, 89, 48, 97, 88, 65, 73, 93, 58, 58, 41, 69, 63, 39, 84, 56, 45, 73, 93, 62, 67, 69, 65, 53, 78, 64, 85, 53, 73, 34, 75, 82, 67, 62

ক) প্রদানকৃত তথ্যটির ধরণ কীরূপ? কোনো নিবেশনে একটি শ্রেণির গণসংখ্যা কী নির্দেশ করে?

সমাধানঃ

প্রদানকৃত তথ্যটি একটি অবিন্যস্ত উপাত্ত।

কোন একটি শ্রেণির গণসংখ্যা দ্বারা ঐ শ্রেণিতে উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত হয় তাঁর সংখ্যা নির্দেশ করে।

খ) উপযুক্ত শ্রেণিব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি কর।

সমাধানঃ

এখানে সর্বনিন্ম প্রাপ্ত নাম্বর=32 এবং সর্বোচ্চ প্রাপ্ত নাম্বর=98

∴পরিসর=(98-32)+1=66+1=67

শ্রেণীব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা=67/10=6.7

অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে 7

∴গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণিঃ

শ্রেণিব্যাপ্তিট্যালি চিহ্নগণসংখ্যা
30-39III3
40-49IIII5
50-59IIII II7
60-69IIII IIII III13
70-79IIII IIII10
80-89IIII II7
90-99IIII5
মোট50

গ) সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় কর।

সমাধানঃ

সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়ের নিবেশন সারণিঃ

শ্রেণি
ব্যাপ্তি
মধ্যমান
Xi
গণ
সংখ্যা
fi
ধাপ
বিচ্যুতি
Xi-a
ui=—–
h
গণ
সংখ্যা✕
ধাপ
বিচ্যুতি
fiui
30-3934.53-3-9
40-4944.55-2-10
50-5954.57-1-7
60-6964.5=a1300
70-7974.510110
80-8984.57214
90-9994.55315
মোটn=50Σfiui=13

∴গড়

      Σfiui

=a+——–✕h

         n

         13

=64.5+——–✕10

             50

=67.1

১৩.

statistics
statistics

ক) উপরের চিত্রে, প্রথম শ্রেণিটির শ্রেণি মধ্যমান ও শেষ শ্রেণিটির গণসংখ্যা কত?

সমাধানঃ

প্রদত্ত চিত্রে, প্রথম শ্রেণি=30-40

∴প্রথম শ্রেণির মধ্যমান

   30+40

=———

       2

=35

এবং,

শেষ শ্রেণি=70-80 যার গণসংখ্যা=2

খ) চিত্রে প্রদর্শিত তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ কর।

সমাধানঃ

প্রদত্ত চিত্রটিকে ছকের মাধ্যমে প্রকাশ করে পাই,

প্রাপ্ত
নম্বর
গণসংখ্যাক্রযোজিত
গণসংখ্যা
30-4033
40-5069
50-601120
60-70828
70-80230
মোটn=30

গ) উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় কর।

সমাধানঃ

মধ্যক নির্ণয়ঃ

এখানে, n=30

n     30

—=—-=15

2      2

অতএব, মধ্যক হলো 15তম পদের মান।

অর্থাৎ, (50-60) এই শ্রেণিতে মধ্যক রয়েছে।

∴মধ্যক

L+(n/2-Fc)✕h/fm

=50+(30/2-9)✕10/11

=50+5.45

=55.45

১৪. কোনো শ্রেণির ৬০ জন শিক্ষার্থীর ওজনের (কেজি) গণসংখ্যা নিবেশন সারণি নিন্মরূপঃ

শ্রেণিব্যাপ্তিগণসংখ্যা
45-494
50-548
55-5910
60-6420
65-6912
70-746

ক) মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখ।

সমাধানঃ

মধ্যক নির্ণয়ের সূত্রঃ

মধ্যক=L+(n/2-Fc)✕h/fm

এখানে,

L=মধ্যক শ্রেণির নিন্মসীমা

Fc=মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির ক্রমোযোজিত গণসংখ্যা

fm=মধ্যক শ্রেণির গণসংখ্যা

h=শ্রেণি ব্যবধান

n=গণসংখ্যার সমষ্টি

খ) প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয়্য কর।

সমাধানঃ

প্রচুরক

          f1

=L+———-✕h

        f1+f2

           10

=60+———-✕5

          10+8

           10

=60+———-✕5

            18

=60+2.8

=62.8

[ব্যাখ্যাঃ যেহেতু (60-64) শ্রেণির গণসংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং (60-64) হলো প্রচুরক শ্রেণি। এখানে, প্রচুরক শ্রেণির নিন্মসীমা L=60; f1=20-10=10; f2=20-12=8 এবং h=5]

গ) উপাত্তের আয়তলেখ অঙ্কন কর।

সমাধানঃ

আয়তলেখ অঙ্কনঃ

প্রদত্ত বিচ্ছিন্ন শ্রেনি ব্যবধানকে অবিচ্ছন্ন করে নিন্মোক্ত সারণিপাই,

শ্রেণি
ব্যাপ্তি
অবিচ্ছিন্ন
শ্রেণিসীমা
মধ্য
মান
গণ
সংখ্যা
45-4944.5-49.5474
50-5449.5-54.5528
55-5954.5-59.55710
60-6459.5-64.56220
65-6964.5-69.56712
70-7469.5-74.5726

এখন ছক কাগজের X-অক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে শ্রেণি সীমা এবং Y-অক্ষ বরাবর প্রতি দুই ঘরকে গণসংখ্যার এক একক ধরেয়ায়তলেখ আঁকা হলো। মূলবিন্দু থেকে 44.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে।

statistics
statistics

১৫. তাপমাত্রা পরিবর্তনশীল। বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের ১ম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের ৪র্থ সম্পতাহে তাপমাত্রা বেশি থাকে। ৫২ সপ্তাহের তাপমাত্রা ডিগ্রী সেলসিয়াস এককে নিন্মরূপঃ

35, 30, 27, 42, 20, 19, 27, 36, 39, 14, 15, 38, 37, 40, 40, 12, 10, 9, 7, 20, 21, 24, 33, 30, 296, 21, 19, 31, 28, 26, 32, 30, 22, 23, 24, 41, 26, 23, 25, 22, 17, 19, 21, 23, 8, 13, 23, 24, 20, 32, 11, 17

ক) শ্রেণিব্যাপ্তি 5  ধরে শ্রেণিসংখ্যা নির্ণয় কর।

সমাধানঃ

এখানে সর্বোচ্চ সংখ্যা= 42; সর্বনিন্ম সংখ্যা=7

∴পরিসর=(42-7)+1=35+1=36

∴শ্রেণি ব্যবধান 5 ধরে,

শ্রেণি সংখ্যা=36/5=7.2≈8টি

খ) প্রদত্ত উপাত্তসমূহকে সারণি আকারে প্রকাশ করে সারণি থেকে সর্বনিন্ম এবং সর্বোচ্চ তাপমাত্রা গড় নির্ণয় কর।

সমাধানঃ

প্রদত্ত উপাত্তসমূহকে সারণিতে প্রকাশ করা হলোঃ

শ্রেণি
ব্যাপ্তি
মধ্য
মান
ট্যালিগণ
সংখ্যা
মধ্যমান
✕গণসংখ্যা
6-108III432
11-1513IIII565
16-2018IIII III8144
21-2523IIII IIII III13299
26-3028IIII IIII9252
31-3533IIII5165
36-4038IIII I6228
41-4543II286
মোট521271

∴গড়=1271/52=24.44

গ) উপরে প্রাপ্ত সারণি ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় কর।

 সমাধানঃ

আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণি ব্যাপ্তি অবিচ্ছিন্ন করা হলোঃ

শ্রেণি

ব্যাপ্তি

অবিছিন্ন

শ্রেণিব্যাপ্তি

গণ

সংখ্যা

6-105.5-10.54
11-1510.5-15.55
16-2015.5-20.58
21-2520.5-25.513
26-3025.5-30.59
31-3530.5-35.55
36-4035.5-40.56
41-4540.5-45.52

এখন ছক কাগজের X-অক্ষ বরাবর প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার এক একক ধরে শ্রেণি সীমা এবং Y-অক্ষ বরাবর প্রতি দুই ঘরকে গণসংখ্যার এক একক ধরেয়ায়তলেখ আঁকা হলো। মূলবিন্দু থেকে 5.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। 

statistics
statistics

আয়তলেখ হতে দেখা যায় যে বেশী তাপমাত্রা (20.5-25.5) শ্রেণিতে। তাই প্রচুরক নির্ণয়ের জন্য আয়তের উপরিভাগের কৌনিক বিন্দুদ্বয় থেকে দুইটি আড়াআড়ি রেখাংশের আগের ও পরের আয়তের উপরিভাগের কৌনিক বিন্দুর সাথে সংযোগ করা হয়েছে। এদের ছেদবিন্দু থেকে x-অক্ষের উপর যে লম্ব টানা হয়েছে তা x-অক্ষকে 23.5 বিন্দুতে ছেদ করে। সুতরাং প্রচুরক হলো 23.5 (প্রায়)।

৩য় শ্লেণীর গণিত- 6d440f

Tags

You might Also Enjoy.....

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ ১৬.১ ত্রিভুজের ক্ষেত্রফল)

Read More

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ ১৬.২ চতুর্ভুজের ক্ষেত্রফল)

Read More

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ ১৬.৩ বৃত্ত সম্পর্কিত পরিমাপ)

Read More

Leave a Comment

Join Us

Recommended Posts

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ ১৬.১ ত্রিভুজের ক্ষেত্রফল)

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ ১৬.২ চতুর্ভুজের ক্ষেত্রফল)

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ ১৬.৩ বৃত্ত সম্পর্কিত পরিমাপ)

ঘন বস্তু

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ১৬.৪ ঘনবস্তুর ক্ষেত্র)

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ১৭ পরিসংখ্যানঃ গড়, উপাত্ত, প্রচুরক, শ্রেণি সংখ্যা, মধ্যক, গণসংখ্যা)

নবম ও দশম শ্রেণীর অংক সমাধান ২০২৪-২৫ (অধ্যায়ঃ১৭ পরিসংখ্যানঃ গড়, উপাত্ত, প্রচুরক, শ্রেণি সংখ্যা, মধ্যক, গণসংখ্যা:)

বেদখল জমির দখল ফিরে পেতে করণীয়

বেদখল জমির দখল ফিরে পেতে করণীয়: একটি বিস্তারিত গাইড

অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম

অনলাইনে জমির খতিয়ান বের করার নিয়ম

About this site

সাইটটি মূলত টেকনোলজি রিলেটেড। নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। 

 

 

 

 

 

Top Rated Posts

প্রতিবন্ধী ভাতার আবেদন

প্রতিবন্ধী ভাতার আবেদন

জমির খাজনা চেক

জমির খাজনা চেক

পড়া মনে রাখার উপায়

পড়া মনে রাখার উপায়

জমির মালিকানা বের করার উপায়

জমির মালিকানা বের করার ‍উপায়

Recommended Posts

গুগল বার্ড কি?

গুগল বার্ড কি? গুগল বার্ড এর আদ্যোপান্ত।

ডিপফেক প্রযুক্তি

ডিপফেক প্রযুক্তি: সেরা ১২ টি ডিপফেক অ্যাপস। 

ডিপ ওয়েব

ডিপ ওয়েব: ডার্ক ওয়েব বনাম ডিপ ওয়েব।

ডেভিন

ডেভিন : প্রযুক্তির নতুন বিস্ময়।