ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

Last Updated On:

ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা নতুন ব্লগার বা কনটেন্ট রাইটার আছেন তারা আমার এই পোস্টটি পড়ে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন।

আরো পড়ুন- ব্যাকলিংক কি ও কেন করতে হয়?

আমার অনেক দিনের ইচ্ছা ব্লগ সাইট থেকে অনলাইম ইনকাম করবো। সেই লক্ষ্যে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট দাড়ও করাই কিন্তু সাইটে খুবই কম ভিজিটর আসতো। এটা নিয়ে আমি বেশ হতাশায় ছিলাম। কারণ সাইটে যদি বেশি বেশি ভিজিটরই না আসে তাহলে আখেরে সাইট বানিয়ে কি লাভ। অবশেষে আমি ব্লগে ভিজিটর বাড়ানোর উপায় নিয়ে যতদূর সম্ভব জানার চেষ্টা করি ও আমার সাইটে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি।

আসসালামু আলাইকুম। আমি একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা থেকে অনলাইন জগতে আসা। তারই ফলশ্রুতিতে আমার এই সাইটটি দাড় করানো। আপনাদের দোয়ায় বর্তমানে আমার সাইটটিতে আশানুরুপ ভিজিটর আসা শুরু করেছে।আজকের পোস্টে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে কথা বলবো আশা করছি ইতোমধ্যেই বুঝতে পেরেছেন। সেটা হলো ব্লগে ভিজিটর বাড়ানোর উপায় বা ওয়েবসাইটে ভিজিটর আনার উপায় নিয়ে।

ব্লগে একটি পোস্ট করার পরই কাজ শেষ হয়ে যায় না। আপনার পোস্টটিতে কিভাবে প্রচুর ভিজিটর নিয়ে আসবেন, কিভাবে পোস্টটি র‌্যাংক করাবেন এসকল বিষয়ে আপনাকে অনেক জানতে হবে ও সে অনুযায়ী কাজ করতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মুল কাজ শুরু করা যাক।

ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

ব্লগে ভিজিটর বাড়ানোর উপায়

আর সবচাইতে বড় কথা, নতুন একটি ব্লগ সাইটে পোস্ট করার পর, এ বিষয়টি অগোছালোভাবে আমরা অনেকেই জানি। অর্থাৎ বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন ব্লগ পোস্ট পড়ে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবেই কাজগুলো করে থাকি। তাই শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে সম্পূর্ণ এই প্যাকেজে অর্থাৎ কি কি করণীয় একটি ব্লগ সাইটে নতুন পোস্ট করার পর এ বিষয়টি নিচে আলোচনা করছি।

ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

শুরুতেই বলেছি নিচে যে সকল মাধ্যম দেখাবো এই সকল মাধ্যম পোস্ট করার পর করণীয়। অর্থাৎ পোস্ট করার সময় যে সকল Seo এবং ব্লগ পোস্ট Google এর প্রথম পেজে নিয়ে যাওয়ার যে সকল মাধ্যম রয়েছে সেই সকল মাধ্যম মেইনটেইন করে যখন ব্লগ সাইটে পোস্ট করবেন সেই পোস্টটি নিয়ে যে কাজ করবেন তা নিচে আলোচনা করছি।

Google My Business

একটি নতুন ব্লগ সাইট তৈরি করার পর অবশ্যই ব্লগ ওয়েবসাইটটিকে গুগল মাই বিজনেস এর সঙ্গে যুক্ত করতে হবে। এরপর আপনার ব্লগ সাইটে যে পোস্ট করবেন, সেই পোষ্টের ইউআরএল কপি করে এবং পোস্টের টাইটেল দিয়ে গুগল মাই বিজনেস এ পোস্ট করবেন। আশা করছি এই মাধ্যমটি অবলম্বন করলে আপনি অর্গানিক গুগলের প্রচুর ভিজিটর পাবেন পাশাপাশি আপনার পোস্টে একটি Backlink তৈরি হবে এবং দিন দিন আপনার ব্লগ সাইট গুগল রেংকিং এ যাবে। এখানে একটি কথা বলে রাখা ভালো যে, আপতত গুগল মাই বিসনেজ স্থগিত করা হয়েছে। খুব দ্রুতই আবার গুগল মাই বিজনেস চালু হবে আশা করা যায়। চালু হওয়া মাত্রই আপনার সাইটটিকে গুগল মাই বিজনেস এর সাথে যুক্ত করে নিবেন।

Quora – ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

এই সাইটিতে কি পরিমান ভিজিটর আসে এটা আপনারা যারা এই ওয়েবসাইট সম্পর্কে জানেন তারা তো জানেন। আর যারা জানেন না তাদেরকে শুধু একটি ইনফরমেশন দিতে চাই এই সাইটে প্রতি মাসে মিনিমাম ১.৯মিলিয়ন অর্গানিক ভিজিটর ভিজিট করে। ভেবে দেখুন আপনি যদি এই সাইটে আপনার ব্লগ পোষ্টের ইউআরএল সাবমিট করেন,তাহলে কি পরিমান ভিজিটর পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার ওয়েবসাইটের গুগলের রেংকিং কোথায় গিয়ে দাঁড়াবে। যাই হোক সে সকল বিষয়ে আর বলছিনা। আপনার ব্লগ ওয়েবসাইটে পোস্ট করার পর সেই পোষ্টের দুইটি মাধ্যমে ব্যবহার করবেন।

আপনার পোষ্টের টাইটেলের কিওয়ার্ড লিখে Quora তে সার্চ করবেন। আপনার সামনে অসংখ্য পোস্ট চলে আসবে ঠিক সেই পোস্টগুলো কমেন্টস করবেন। সেই পোস্টে কমেন্টস গুলো ঠিক কিছু লিখে দিয়ে সেখানে আপনার পোষ্টের লিংক আপনি যুক্ত করে দিবেন। এরপরে ছাড়াই সংশ্লিষ্ট আর্টিকেলটি পড়তে আসবে তাদের বেশিরভাগই আপনার কমেন্টে পড়বে এবং আরো বেশি জানার জন্য আপনার দেয়া লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসবে।

মঞ্চ তৈরি করে- ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

আপনার ব্লগ সাইটের মত সুন্দরভাবে একটি মঞ্চ আপনি তৈরি করবেন এই সাইটে। এরপর আপনার তৈরি করা এই মঞ্চতে আপনার ব্লগ সাইটে পোস্টটি সাবমিট করবেন। আশা করছি এই দুটি মাধ্যম ব্যবহার করলে আপনি প্রচুর পরিমাণে ব্লগ সাইটে ভিজিটর নিয়ে যেতে পারবেন। কিভাবে Quora তে ব্লগ সাইটে পোস্টটি নিয়ে কাজ করবেন সে বিষয়ে আরো বিস্তারিত ভিডিও আকারে পেতে হলে। অবশ্যই এই পোস্টের কমেন্টসে জানিয়ে দিন।

Face book Page- ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

আপনি যখন একটি পোস্ট আপনার সাইটে পাবলিশ করবেন তখন সেটি আপনার ফেসবুক পেজেও পাবলিশ করুন। এত করে দেখবেন আপনার ব্লগে পূর্বের থেকে অনেক বেশি পরিমাণে ভিজিটর আশা শুরু করেছে। তার আগে অবশ্যই প্রফেশনাল ভাবে আপনার ওয়েবসাইটের নামে একটি ফেসবুকের পেজ তৈরি করে নিবেন এবং চেষ্টা করবেন আপনার ফেসবুক পেজটি যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি সিলেক্ট করে ৫-১০ হাজার ফেসবুক একটিভ ফলোয়ার বুস্টের মাধ্যমে নিয়ে আসবেন।

পরবর্তীতে আপনি দেখবেন সেই ফেসবুক পেজ থেকেও প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ওয়েবসাইটে আসা শুরু করেছে। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো সেটা হলো আপনার পোস্টটি facebook পেজ থেকে এক জনেও যদি কখনো না পড়ে, না লাইক দেয়, না কমেন্টস করে তবুও আপনি রেগুলার ভাবে এই কাজটি করে যাবেন। কারণ এখানে পোস্টের একটি backlink তৈরি হবে। এই ব্যাকলিংক আপনার সাইটটিকে সার্চ ইন্জিনের প্রথমে নিয়ে আসবে।

Linkedin– ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

আপনার ওয়েবসাইটে পোস্ট করার পর সেই পোস্টের টাইটেল এবং পোস্টের ইউআরএল কপি করে Linkedin এখানেও আপনি সাবমিট করে, প্রচুর ট্রাফিক আপনার নিয়ে আসতে পারবেন।

প্রথমে আপনার ব্লগ সাইটের নামে একটি সুন্দর রুচিশীল প্রফেশনাল একাউন্ট তৈরি করুন এবং আপনার ব্লগ সাইটের পোস্ট করার পর সেই পোস্টটি এই ওয়েবসাইটে লিংক যুক্ত করে পোস্ট করুন। এই মাধ্যমটি অবলম্বন করলে আপনি ভিজিটর তো পাবেন সঙ্গে একটি ব্যাকলিংকও তৈরি হবে।

Twitter- ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট থেকেও প্রচুর ভিজিটর আপনার ব্লগ সাইটে নিতে পারবেন। এই কাজ করার জন্য শুরুতেই এই ওয়েবসাইটে আপনার ব্লগ সাইটের নামে সুন্দর সাবলীল প্রফেশনাল একটি অ্যাকাউন্ট তৈরি করুন। এরপর আপনার ব্লগ সাইটে করা পোষ্টের ইউআরএল এবং টাইটেল কপি করে নিয়ে এই সাইটে পাবলিস্ট করুন।

অ্যাডভার্টাজিং করে ব্লগে ভিজিটর আনুন

আপনি যদি ব্লগে বেশি বেশি ভিজিটর আনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েন তবে আপনি পেইড সার্চ অর্থাৎ গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনকে টাকা দিয়ে সার্চ রেজাল্টে সবার উপরে আসতে পারেন। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি শেয়ার এর মাধ্যমেও পেতে পারেন অনেক ভিজিটর। অনলাইনে যত বেশি পারেন আপনার সাইটটিকে শেয়ার করুন। পাশাপাশি আপনার পরিচিতদেরকেও তাদের সামাজিক প্লাটফরমে আপনার সাইটটিকে শেয়ার করতে বলতে পারেন।

শেয়ার করার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হল প্রাসঙ্গিক কোন পোস্টের সাথে যেন শেয়ারটি করা হয়।  মনে করুন কোন একটি প্ল্যাটফর্মে ডিপ ফেইক ভিডিও সম্পর্কে আলোচনা করা হয়েছে এক্ষেত্রে সেই পোস্টের নিচে আপনি আপনার লেখা ডিপফেইক সম্পর্কিত পোস্ট বা এই জাতীয় কোন পোস্ট শেয়ার করতে পারবেন।  সেটা হতে পারে ডিপ অডিও ডিপ  ছবি অথবা টেকনোলজি সম্পর্কিত কোন পোস্ট আপনি সেখানে শেয়ার করতে পারেন। সেখানে অপ্রাসঙ্গিকভাবে জমি জমা সংক্রান্ত বা অন্য কোনো পোস্ট শেয়ার করা থেকে অবশ্যই বিরত থাকবেন। আর মানুষের সামনে নিজের ব্র্যান্ডকে সামনে নিয়ে আসার চেষ্টা করুন। এর জন্য অবশ্যই আপনাকে কিছু গোল বা লক্ষ্য ঠিক করে নিতে হবে।

বুস্ট- ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

আপনি যদি আপনার পোস্টটির বুস্ট করতে চান সেক্ষেত্রে আপনার কন্টেন্ট পড়বে এমন একটি অংশকে নির্বাচন করে আপনার পেইড সার্চ চালাতে হবে বা অ্যাড দেখাতে হবে। আর সোশ্যাল মিডিয়াগুলোতে বেশি বেশি শেয়ারও কিন্তু বেশি বেশি ভিজিটর পেতে সাহায্য করবে।

ধারাবাহিকতা- ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

আপনার এই পোস্টটি কেউ পড়ুক অথবা না পড়ুক আপনি ধারাবাহিকতা ঠিক রেখে পোস্ট করে যাবেন। আপনি নিজে পরবর্তীতে এর রেজাল্টটি দেখতে পাবেন। আমি এমন অনেককে দেখেছি যারা নিয়মিত পোস্ট করেন না এবং অন্যেরা তার পোস্ট পড়ে না এই অজুহাতে সে আর পোস্ট করতে আগ্রহী হয় না। এটা একটি ভুল ধারণা কারণ গুগলের সার্চ ইঞ্জিন এভাবে কাজ করে না। আপনি যখন নিয়মিত একটি কাজ দিনের পর দিন করে যাবেন তখন গুগলের সার্চ ইঞ্জিন এটা ধরে নেয় যে আপনি একজন নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর বা একজন নিয়মিত লেখক বা ব্লগার তখন গুগল সেই কন্টেন্ট গুলোকে ধীরে ধীরে মানুষের সামনে উপস্থাপন করতে শুরু করে।

মানুষ আকর্ষণ করবে এমন টাইটেল দিন

 যেকোনো পোষ্টের জন্য সুন্দর একটি টাইটেল দিতে হবে। তবে এমন কোন টাইটেল দেওয়া যাবে না যেটা পোস্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।  টাইটেলটি অবশ্যই পোস্ট রিলেটেড হতে হবে।  টাইটেলটি এমন হতে হবে যে যা মানুষ এর কৌতূহল সৃষ্টি করে। উদাহরণ স্বরপ- ইনভেস্ট ছাড়াই অনলাইনে আয়। উক্ত টাইটেল কিন্তু নিঃসন্দেহে আপনাকে আকর্ষিত করার জন্য যথেষ্ট।  অথচ আপনি যদি পোষ্টের মধ্যে এমন কোন তথ্য না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি কারণ মানুষ যখন আপনার পোস্টটিতে ঢুকবে এবং পরবর্তীতে  টাইটেল রিলেটেড কোন তথ্য পাবে না তখন আপনার পোষ্টের ইমপ্রেশন খারাপ  হতে থাকবে এবং ধীরে ধীরে আপনার পোস্ট সার্চ ইঞ্জিনের নিচের দিকে যাওয়া শুরু করবে। সুতরাং টাইটেলের সাথে অবশ্যই পোস্ট এর তথ্যের মিল রাখবেন

অন পেজ এসইও এর উপর গুরুত্বারোপ

যে যাই বলুক না কেন একটি সাইট এর র‍্যাংকিং বা বেশি বেশি ভিজিটর পাওয়ার ক্ষেত্রে অন পেজ এসইও একটি অন্যতম বিষয়। অনেকেই বলে যে এসইও এখন আর নেই। কিন্তু এই কথাটি একেবারেই ভুল কারণ গুগল এর সার্চ ক্রলার কিন্তু রয়েই যায়। আর এই ক্রলার যখন র‍্যাংকিং করে তখন কিন্তু কন্টেন্ট কতটা ভালো তা নয় বরং অন পেজ এসইও এর উপর নজর দেয়। আর তাই অন পেজ এসইও এর উপর নজর দিন। খেয়াল করুন আপনি কেমন কি-ওয়ার্ড নিয়েছেন। আর্টিকেলে মোট কতবার তা ব্যবহার করেছেন, ইমেজে কি ALT টেক্সট দিয়েছেন? মেটা ডেসক্রিপশন এ কি-ওয়ার্ড আছে কিনা এসব বিষয় ঠিক রাখলেই আপনি একটি ভালো মানের আর্টিকেল লিখতে পারবেন ও অন পেজ এসইও ঠিক থাকবে।

গেস্ট পোস্টিং করা শুরু করুন-

গেস্ট পোস্টিং কিন্ত এখনো মরে যাই নি। আর তাই তো এত্ত এত্ত সাইট আজ র‍্যাংক করছে শুধুমাত্র একটি ভালো মানের সাইটে লিখেই। হ্যাঁ, একটি বড় ওয়েবসাইট যেখানে অনেক ভিজিটর প্রতিনিয়তই আসে সেখানে একটি পোস্ট লিখে আপনার ব্লগের লিংক দিয়ে রাখলে নিমিষেই হাজার হাজার ভিজিটর পেয়ে যাবেন। তবে খেয়াল রাখবে স্প্যামি কোনো লিংক নয়। এমন নয় যে আপনার হাজার হাজার সাইটে হাজার পোস্ট লিখে এমনি এমনি তাতে ব্লগ এর লিংক দিয়ে রাখলেন। বরং যেখানে দরকার সেখানেই দিন।

নিজের ব্লগে অন্যদের গেস্ট পোস্টিং করার সুযোগ করে দিন-

আপনি যেমন অন্যের ব্লগে লিখে নিজের ব্লগে ভিজিটর আনতে পারেন তেমনি নিজের ব্লগে অন্যকে লেখার সুযোগ করে দিয়ে। মনে হতে পারে মানুষ কেন আপনার ব্লগে লিখবে তাই না? এর সহজ উত্তর হচ্ছে নিজের একটি পোর্টফলিও তৈরির জন্য। বাংলাদেশে এখন অনলাইনে ইনকামের বিষয়টা জেঁকে বসেছে তেমনি অনলাইন এ যারা কাজ দিয়ে থাকে তারাও প্রার্থীর পূর্ব কাজের অভিজ্ঞতার জন্য একটি প্রমাণ চায়। আর আপনি যদি কাউকে এই সুযোগ করে দেন তবে নিশ্চয় সে মানা করবে না, তাই না? আর এর মাধ্যমে লেখক নিজের পোস্টে অধিক পাঠক আনার জন্যও উদগ্রীব হয়ে পড়বে এবং তার শেয়ার এর পরিমাণও বৃদ্ধি পাবে। অর্থাৎ কয়েকটি উপায়ে আপনি  তার কাছ থেকে ভিজিটর নিয়ে আসতে পারবেন।

শেষ কথা- ব্লগে ভিজিটর বাড়ানোর ১৩ টি উপায়

সর্বশেষ যেটি না বললেই নয় সেটা হচ্ছে অনলাইন থেকে অর্থ ইনকাম করা আমরা যতটা সহজ ভাবি ততটা সহজ নয় আবার অতটা কঠিনও নয়। শুধু টেকনিক্যালি কাজগুলো করে যেতে হবে। অনলাইন থেকে অর্থ ইনকামের যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হলো ব্লগিং। আমার মতে আপনার লেখাকে অনেক মানুষের মাঝে পৌঁছে দেয়া তথা অনেক বেশি ভিজিটর আনার জন্য যে কাজটি না করলেই নয় সেটি হল যতগুলো সোশ্যাল সাইট আছে চেষ্টা করবেন তার প্রত্যেকটিতে একটি করে একাউন্ট সৃষ্টি করা এবং সেই সকল সাইডে প্রত্যেকটা পোস্ট পাবলিশ করা। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ

Tags

You might Also Enjoy.....

আমলকি খাওয়ার উপকারিতা

আমলকি খাওয়ার উপকারিতা

Read More

মধু খাওয়ার উপকারিতা ।

Read More
দলিল আছে রেকর্ড নাই

দলিল আছে রেকর্ড নাই ll করণীয় কি?

Read More

Leave a Comment

Join Us

Recommended Posts

আমলকি খাওয়ার উপকারিতা

আমলকি খাওয়ার উপকারিতা

মধু খাওয়ার উপকারিতা ।

দলিল আছে রেকর্ড নাই

দলিল আছে রেকর্ড নাই ll করণীয় কি?

ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ।

ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ

দলিলের খুটিনাটি

দলিল সম্পর্কে খুটিনাটি ll খতিয়ান কি

ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ

ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ

ইউরোপে যাওয়ার সহজ উপায়

ইউরোপ যাওয়ার সহজ উপায়

About this site

সাইটটি মূলত টেকনোলজি রিলেটেড। নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসএএস পরীক্ষার জন্যও এখানে ম্যাটেরিয়ালস আপলোড করা হয়। সকল এসএএস পরীক্ষার্থীদের জন্য ভবিষ্যতে এই সাইটটি গূরুত্ত্বপূর্ণ সোর্স হতে চলেছে। পরীক্ষা সংক্রান্ত সকল কিছুই এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ।

Top Rated Posts

প্রতিবন্ধী ভাতার আবেদন

প্রতিবন্ধী ভাতার আবেদন

জমির খাজনা চেক

জমির খাজনা চেক

পড়া মনে রাখার উপায়

পড়া মনে রাখার উপায়

জমির মালিকানা বের করার উপায়

জমির মালিকানা বের করার ‍উপায়

Recommended Posts

গুরুদন্ড প্রদানের প্রক্রিয়া

গুরু দন্ড প্রদানের প্রক্রিয়া

লঘুদন্ড প্রদানের প্রক্রিয়া

লঘুদন্ড প্রদানের প্রক্রিয়া

গুগল বার্ড কি?

গুগল বার্ড কি? গুগল বার্ড এর আদ্যোপান্ত।

ডিপফেক প্রযুক্তি

ডিপফেক প্রযুক্তি: সেরা ১২ টি ডিপফেক অ্যাপস।