জন্ম নিবন্ধন সংশোধন

Last Updated On:

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন করা এখন খুবই সহজ। আপনি চাইলে বাড়িতে বসেই আপনার ল্যাপটপ/কম্পিউটার বা হাতের মোবাইল দিয়ে এটি করে ফেলতে পারেন।

আরো পড়ুন: জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম।

এর জন্য আপনাকে কোন স্পেশিয়ালিষ্ট বা কোন কম্পিউটার দোকানে যাওয়ার দরকার নেই।

জন্ম নিবন্ধন সংশোধন

আপনার জন্ম নিবন্ধন সনদ যদি কোন কারনে কোন তথ্য ভুল উল্লেখিত হয় যেমন নাম, জন্ম তারিখ পিতা বা মাতার নাম বা ঠিকানা এটি খুবই দ্রুত সংশোধন করা উচিত। কারণ জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন না করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। জন্ম নিবন্ধন কাগজ যদি ভুল থাকে তাহলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম আজকে খুব সহজেই আপনাদের বলবো।

জন্ম নিবন্ধন সনদ আমাদের প্রত্যেকটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আমরা যখন ইউনিয়ন বা পৌরসভার তথ্যকেন্দ্র থেকে আমাদের জন্ম নিবন্ধন সনদ তৈরি করে থাকি তখনই একটা কারণে আমাদের অনেক সময় জন্ম নিবন্ধন আবেদন ভুল তথ্য উল্লেখিত হয়।

পরবর্তীতে সেই ভুল তথ্য অনেকটা সময় বিপদ বয়ে আনতে পারে আমাদের ভবিষ্যতের জন্য। আর এই ভুলগুলো খুব সহজে অনলাইন থেকে সংশোধন করা সম্ভব। আজকের এই আর্টিকেলে আপনারা জন্ম নিবন্ধন সনদ সংশোধন করার নিয়ম এবং কিভাবে ঘরে বসে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।।

জন্ম নিবন্ধনে পিতা বা মাতার নাম সংশোধন করার প্রয়োজনীয়তা।

জন্ম নিবন্ধনে পিতা/ মাতার নাম সংশোধন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন অনলাইন করে নিতে হবে। সেখানে আপনার পিতা বা মাতার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে তাদের সঠিক নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ তাদের নাম তাদের নিজস্ব জন্ম সনদ থেকে সংশোধন করতে হবে। এরপরে তাদের জন্ম নিবন্ধন নাম্বার সংগ্রহ করে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করার সময় সেই নাম্বার উল্লেখ করতে হবে। পরবর্তীতে আপনার জন্ম নিবন্ধন পুনর্মুদ্রণ করলে আপনার জন্ম নিবন্ধন সনদ এসেই সংশোধিত নাম দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাকে আপনার জন্ম নিবন্ধন কাগজে আলাদা করে পিতা বা মাতার নাম সংশোধন করতে হবে না।

আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর যদি না থাকে অর্থাৎ অনলাইন না থাকে এবং আপনার জন্ম তারিখ ০১/০১/২০০১ এর আগে হয়, তাহলে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না।

যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার পিতা/মাতা মৃত হয় এবং আপনার জন্ম তারিখ ০১/০১/২০০১ এর পরে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।

আর যদি আপনার পিতা মাতা জীবিত থাকেন এবং আপনার জন্ম তারিখ ০১/০১/২০০১ এর পরে হয় তাহলে আপনার পিতা-মাতার জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন করে নিবেন এরপরে তাদের জন্ম নিবন্ধন নম্বর সংগ্রহ করে নিবেন।

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ভিজিট করুন সরকারি জন্ম নিবন্ধন ওয়েবসাইট bdris.gov.bd/br/correction এই লিংকে। এরপরে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং আপনার জন্ম তারিখ টাইপ করে অনুসন্ধান বাটনে ক্লিক করুন।

প্রবেশ করুন এই লিঙ্কে https://bdris.gov.bd/br/correction

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ১

অনুসন্ধান বাটনে ক্লিক করার পরে আর একটি ট্যাব ওপেন হবে। এখানে সংশ্লিষ্ট আবেদনকারী ব্যক্তি তার জন্ম নিবন্ধন তথ্য দেখতে পাবেন।

এরপরের তথ্য সঠিক থাকলে জন্ম নিবন্ধন সংশোধন করতে চাইলে নীল কালারের টিক মার্ক দেওয়া “নির্বাচন করুন” বাটনে ক্লিক করুন।

এরপরে কনফার্ম বাটন প্রেস করুন।

এরপর আপনাকে পরবর্তী একটি পেজে নিয়ে যাওয়া হবে যেটা দেখতে ঠিক নিচের ছবিটির মত হবে। এখানে আপনাকে জন্ম নিবন্ধন আবেদন এর অফিসের ঠিকানা প্রদান করতে হবে। যেমনঃ

জন্ম নিবন্ধন সংশোধন

 

জন্ম নিবন্ধন সংশোধন

  • দেশ= বাংলাদেশ
  • বিভাগ= আপনার বিভাগ
  • জেলা= আপনার জেলা
  • উপজেলা= আপনার উপজেলা
  • পৌরসভা ইউনিয়ন= আপনি যে লোকেশনে থাকেন সেই এলাকার নাম দিবেন।

সবকিছু সঠিকভাবে দেওয়া থাকলে ‘পরবর্তী” বাটনে ক্লিক করবেন। এবার আপনাকে নতুন একটি পেজ এ নিয়ে যাওয়া হবে। এটিই হবে জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন এর পেইজ। এখান থেকেই আপনি আপনার চাহিত তথ্যটি সংশোধন করার সুযোগ পাবেন।

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ২

এই পেজ থেকে জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন এর আপনার সংশোধন করার কারণটি বা বিষয়টি বাছাই করতে হবে এজন্য নির্বাচন মেনু থেকে আপনার অপশনটি বাছাই করে নিবেন।

জন্ম নিবন্ধন সংশোধন

 

জন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ৩

সংশোধনের বিষয় নির্বাচন করার পর ডান পাশে আরেকটি অপশন চালু হয়ে যাবে। সেখানে আপনার চাহিত সংশোধিত তথ্যটি প্রদান করবেন। যেমন, জন্ম নিবন্ধন সনদ এ নাম সংশোধন করতে চাইলে সংশোধিত নামটি টাইপ করবেন অথবা পিতা মাতার নাম সংশোধন করতে চাইলে সেটা উল্লেখ করবেন।

ধাপ ৪

সংশোধিত তথ্য উল্লেখ করার পরে ডান পাশে আরও একটি অপশন দেখতে পাবেন সেখানে সংশোধনের কারণ উল্লেখ করবেন। যেমনঃ ভুল লিপিবদ্ধকরণ

ধাপ ৫

আরও তথ্য সংশোধন করতে চাইলে সবুজ রংয়ের “ আরো তথ্য সংযোজন করুন’ বাটন অপশনে ক্লিক করতে হবে এরপর উপরের নিয়ম অনুযায়ী প্রথমে বিষয়, তারপরে বিষয় অনুযায়ী সংশোধিত তথ্য এবং সংশোধনের কারণ উল্লেখ করে দিতে হবে।

ধাপ ৬

উপরের সব তথ্য দেওয়া হয়ে গেলে নিচের মত আরেকটি ছবি দেখতে পাবেন। জন্ম নিবন্ধন সংশোধন আবেদনকারীর জন্মস্থান এর ঠিকানা এবং বর্তমান ঠিকানা প্রদান করতে হবে বাধ্যতামূলক।

জন্ম নিবন্ধন সংশোধন

 

জন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ৭

ঠিকানা দেওয়ার পরে আবেদনকারীর তথ্য দিতে হবে । অর্থাৎ যিনি আবেদন করছেন তার তথ্য দিতে হবে। আবেদনকারী ব্যক্তির বয়স যদি 18 বছরের উর্ধ্বে হয় তাহলে সে নিজেই আবেদন করতে পারবে। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে সে ক্ষেত্রে তার পিতা-মাতা ভাই-বোন আত্মীয়-স্বজন আবেদন করতে পারবে।

আরো পড়ুন: জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড।

তো আবেদনকারীর সাথে জন্ম নিবন্ধন সংশোধন কৃত ব্যক্তির সম্পর্ক দিতে হবে। যেমন আপনি যার হয়ে আবেদন করে দিচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক হচ্ছে লেট করে দিতে হবে। আর যদি আপনি নিজেই হোন তাহলে নিজ সিলেক্ট করে দিবেন এবং অন্যান্য হলে অন্যান্য করে দিবেন।

জন্ম নিবন্ধন সংশোধন
জন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ৮

তার পরের ঘরে আবেদনকৃত ব্যক্তির ব্যাক্তিগত মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে।

ধাপ ৯

এর পরের ঘরে সবুজ বাটনের সংযোজন ডকুমেন্ট অপশন থেকে আবেদনকৃত ব্যক্তির ভোটার আইডি কার্ড এর প্রিন্ট কপি আপলোড করতে হবে । অর্থাৎ সংশোধনের বিষয় থেকে আপনি যে অপশনটি বাছাই করেছেন যেমন পিতার নাম সংশোধন বা মাতার নাম সংশোধন এখান থেকে যার যে অপশনটি সিলেক্ট করেছেন সেই ব্যক্তির একটি ডকুমেন্ট আপলোড দিতে হবে। ডকুমেন্টটি যেকোনো ধরনের হতে পারে যেমন জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড সেক্ষেত্রে আপলোড এর সময় অপশন থেকে ডকুমেন্টের ধরন বাছাই করে নিবেন ।

জন্ম নিবন্ধন সংশোধন

জন্ম নিবন্ধন সংশোধন

ধাপ ১০

পেমেন্ট অপশন খুজে পাবেন। পেমেন্ট করার দুটি অপশন থাকবে। 1.Cash 2. Chalan আপনি যেভাবে জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন এর ফি প্রদান করতে চাচ্ছেন সেই অপশন টি বাছাই করে নিতে হবে।

ধাপ ১১

আপনার দেওয়া সকল তথ্য সঠিকভাবে উপস্থাপিত হলে বা যাচাই বাছাই করা হলে এবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং এরই সাথে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধন করার জন্য আবেদন হয়ে যাবে ।

শেষ ধাপ

এর পরবর্তী পেইজে আপনার আবেদন নম্বর দেয়া হবে এবং আপনার আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। আবেদনপত্র পূরণ করে নেওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করতে হবে।

এখন এই পর্যায়ে এসে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে জন্ম নিবন্ধন সংশোধন করতে আসলে কত টাকা লাগে?

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে

জন্ম নিবন্ধন সংশোধন করার ক্ষেত্রে যদি আপনি আপনার জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে সরকারি বিধি মোতাবেক ১০০ টাকা কি প্রদান করতে হবে। আর যদি আপনি অন্যান্য তথ্য যেমন বাবা-মায়ের নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ৫০ টাকা ফি প্রদান করতে হবে।

অনেক জায়গায় এর থেকেও বেশি টাকা নেওয়া হয়। সেক্ষেত্রে আপনি নিকস্থ থানায় অভিয়োগ জানাতে পারেন।

Tags

You might Also Enjoy.....

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম (How to Buy Train Tickets Online)

Read More

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

Read More
গর্ভবতী ভাতা

গর্ভবতী ভাতা: মাতৃত্বকালীন আর্থিক সহায়তার অনলাইন আবেদন প্রক্রিয়া

Read More

2 responses to “জন্ম নিবন্ধন সংশোধন”

  1. […] আরো পড়ুন: জন্ম নিবন্ধন সংশোধন। […]

  2. […] আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন সংশোধন […]

Leave a Comment

Join Us

Recommended Posts

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম (How to Buy Train Tickets Online)

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

গর্ভবতী ভাতা

গর্ভবতী ভাতা: মাতৃত্বকালীন আর্থিক সহায়তার অনলাইন আবেদন প্রক্রিয়া

জন্ম নিবন্ধন করার নিয়ম

জন্ম নিবন্ধন করার নিয়ম: একটি সম্পূর্ণ গাইড

জমির মৌজা ম্যাপ

জমির মৌজা ম্যাপ: কিভাবে খুঁজে বের করবেন ও ডাউনলোড করবেন?

কিমি

কিমি Kimi: কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দিগন্ত

জমির স্ট্যাম্প লেখার নিয়ম

জমির স্ট্যাম্প লেখার নিয়ম: সম্পূর্ণ গাইডলাইন

About this site

সাইটটি মূলত টেকনোলজি রিলেটেড। নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। 

 

 

 

 

 

Top Rated Posts

প্রতিবন্ধী ভাতার আবেদন

প্রতিবন্ধী ভাতার আবেদন

জমির খাজনা চেক

জমির খাজনা চেক

পড়া মনে রাখার উপায়

পড়া মনে রাখার উপায়

জমির মালিকানা বের করার উপায়

জমির মালিকানা বের করার ‍উপায়

Recommended Posts

গুগল বার্ড কি?

গুগল বার্ড কি? গুগল বার্ড এর আদ্যোপান্ত।

ডিপফেক প্রযুক্তি

ডিপফেক প্রযুক্তি: সেরা ১২ টি ডিপফেক অ্যাপস। 

ডিপ ওয়েব

ডিপ ওয়েব: ডার্ক ওয়েব বনাম ডিপ ওয়েব।

ডেভিন

ডেভিন : প্রযুক্তির নতুন বিস্ময়।