অনলাইন ই পাসপোর্ট চেক: ই পাসপোর্ট চেক করার নিয়ম।

Last Updated On:

অনলাইন ই পাসপোর্ট চেক

অনলাইন ই পাসপোর্ট চেক করার উপর গুগলে আপনি অনেক আর্টিকেল বা ইউটিউবে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। কিন্তু কোথাও ১০০% সঠিক তথ্য আপনি পাবেন না। আজ আমি আপনাদের সাথে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনারা যারা অনলাইন ই পাসপোর্ট চেক করতে চাচ্ছেন তারা আমার আজকের এই আর্টিকেল পড়ে বেশ উপকৃত হবেন।

আরো পড়ুন: ই পাসপোর্ট করার নিয়ম।

অনলাইন ই পাসপোর্ট চেক

অনলাইন ই-পাসপোর্ট চেক বলতে বোঝায় ইন্টারনেট ব্যবহার করে আপনার ই-পাসপোর্টের আবেদন অবস্থা বা বৈধতা পরীক্ষা করার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি আপনাকে লাইনে দাঁড়ানোর বা সরকারি অফিসে যাওয়ার ঝামেলা এড়াতে সাহায্য করে।

অনলাইনে ই-পাসপোর্ট চেক করার দুটি প্রধান উপায়:

১. ই-পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ব্যবহার করে:

  • https://www.epassport.gov.bd/authorization/login এই ওয়েবসাইটে যান।
  • “অ্যাপ্লিকেশন স্ট্যাটাস” ট্যাবে ক্লিক করুন।
  • আপনার “অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID)” বা “আবেদন আইডি”, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড প্রবেশ করুন।
  • “সাবমিট” বাটনে ক্লিক করুন।

২. বাংলাদেশ পাসপোর্ট অফিসের ওয়েবসাইট ব্যবহার করে:

  • https://dip.gov.bd/ এই ওয়েবসাইটে যান।
  • “অনলাইন সার্ভিস” মেনু থেকে “অ্যাপ্লিকেশন স্ট্যাটাস” ট্যাবে ক্লিক করুন।
  • আপনার “অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID)” বা “আবেদন আইডি”, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড প্রবেশ করুন।
  • “সার্চ” বাটনে ক্লিক করুন।

উভয় পদ্ধতিতে, আপনি আপনার ই-পাসপোর্টের আবেদন অবস্থা সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি দেখতে পাবেন:

  • আবেদন গ্রহণ করা হয়েছে কিনা
  • ডেটা ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে কিনা
  • পেমেন্ট করা হয়েছে কিনা
  • প্রিন্টিং প্রক্রিয়া চলছে কিনা
  • ই-পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে কিনা

ই পাসপোর্ট আবেদন করেছেন? ই পাসপোর্ট কবে হাতে পাবেন জানতে চান? ই পাসপোর্ট চেক করার মাধ্যমে জানতে পারেন ই পাসপোর্ট ডেলিভারি সময়। সচরাচর পাসপোর্ট আবেদন করার পরে আবেদনকারী ব্যক্তির মনে প্রশ্ন থাকে পাসপোর্ট কবে হাতে পাবো। সাধারনত ই পাসপোর্ট আবেদন করার পরে কয়েকটি প্রসেসিং সম্পন্ন হলে পাসপোর্ট হাতে পাওয়া যায়। আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থা, অর্থাৎ পাসপোর্ট কোন প্রসেসে আছে এটি জানতে পারবেন অনলাইন ই পাসপোর্ট চেক করার মাধ্যমে।

অনরাইন ই পাসপোর্ট আবেদন করার পরে পাসপোর্ট অফিস থেকে প্রদান করা ই পাসপোর্ট ডেলিভারি স্লিপে পাসপোর্ট ডেলিভারির একটা আনুমানিক সময় উল্লেখ থাকে। তবে মাঝে মাঝে পাসপোর্ট তৈরি কিংবা ডেলিভারি হতে সাময়িক অসুবিধা হতে পারে কিংবা বেশি সময় লাগতে পারে। এটা নির্ভর করবে আপনার পাসপোর্ট ডেলিভারি কোন ধরনের, অর্থাৎ Ordinary/Regular কিংবা Express . ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট ডেলিভারি চেক করতে পারবেন এবং জানতে পারবেন আপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছেছে কিনা। এরপর আপনার ই পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট ডেলিভারি চেক বা পাসপোর্ট চেক করতে মূলত দুটি জিনিসের দরকার পড়বে
  • অনলাইন রেজিস্ট্রেশন আইডি/ এপ্লিকেশন আইডি।
  • আপনার সঠিক জন্ম তারিখ।

আপনি যখন অনলাইনের মাধ্যমে এই পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন তখন আপনাকে একটি অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার দেওয়া হয়েছিল। আপনি যদি উক্ত নাম্বারটি কোথাও লিখে রেখে থাকেন তাহলে উক্ত নাম্বার এর সাথে জন্ম তারিখ মিলিয়ে পাসপোর্ট ডেলিভারি সময় চেক করতে পারবেন।

অনলাইন ই পাসপোর্ট চেক

এছাড়া পাসপোর্ট এর যখন ফিঙ্গার কিংবা ছবি তুলতে গিয়েছিলেন তখন আপনাকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছিল । সেই ডেলিভারি স্লিপে একটি রেফারেন্স নাম্বার কিংবা এপ্লিকেশন আইডি নাম্বার থাকে। আর সেই নম্বারের সাথে জন্ম তারিখ মিলিয়ে পাসপোর্ট ডেলিভারির সময় জানতে পারবেন।

ই পাসপোর্ট ডেলিভারি চেক করার নিয়ম

ই পাসপোর্ট ডেলিভারি চেক করার জন্য আপনাকে প্রথমে যে সাইটটিতে ভিজিট করতে হবে সেটা হলো www.epassport.gov.bd/authorization/application-status লিংকে। এরপরে ই পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Application ID অথবা ই পাসপোর্ট Online Registration ID এবং আপনার সঠিক জন্ম তারিখ টাইপ করুন। সবশেষে আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে এবং Check বাটনে ক্লিক করার মাধ্যমে ই পাসপোর্ট ডেলিভারি সময় জানতে পারবেন।

অনলাইন ই পাসপোর্ট চেক

ই পাসপোর্ট ডেলিভারি চেক- অনলাইন ই পাসপোর্ট চেক

এই কাজটি আপনি নিজেও ঘরে বসে আপনার মোবাইল দিয়ে করতে পারবেন অথবা যে কোন কম্পিউটার দোকানে গিয়েও করতে পারবেন। চেক করার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার কাছে ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ রয়েছে।

  • ই পাসপোর্ট ডেলিভারির বিভিন্ন স্ট্যাটাস সমূহ
  • Pending for Police Approval এর জন্য আপনার আবেদনটি অপেক্ষমান রয়েছে।
  • Pending of Assistant Director পাসপোর্ট আবেদন Assistant Director/ Deputy Director এর অনুমোদনের অপেক্ষায় আছে
  • Pending for Backend Verification আপনার ব্যক্তিগত তথ্যসমূহ কেন্দ্রীয় পর্যায়ে চেক করা হচ্ছে।
  • Pending For Police Verification পাসপোর্ট টি লোকাল পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষায় আছে.।
  • Pending For SB Police Verification পাসপোর্টটি ঢাকার পাসপোর্ট অফিসের SB পুলিশ ভেরিফিকেশনের অপেক্ষায় রয়েছে
  • In Printer Queue পাসপোর্টটি প্রিন্ট করা হচ্ছে
  • Printing Succeeded পাসপোর্টটি প্রিন্ট করা সম্পন্ন হয়েছে
  • QC Succeed, Ready for Dispatch পাসপোর্ট এর কোন ত্রুটি থাকলে সেটি যাচাই করা হবে এই প্রসেসে
  • Passport Shipped to local passport office পাসপোর্টটি তৈরি হয়েছে এবং আপনার লোকাল পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে
  • Passport is Ready, Pending for Issuance আপনার পাসপোর্টটি ডেলিভারি করার জন্য প্রস্তুত।

আরো পড়ুন: এনআইডি কার্ডের জন্য আবেদন।

পাসপোর্ট ডেলিভারি সময়- অনলাইন ই পাসপোর্ট চেক

পাসপোর্টটি প্রিন্ট হয়ে গেলে সেটি লোকাল পাসপোর্ট অফিসে আসতে ২৪ ঘন্টা লাগবে। সর্বোচ্চ ৪ – ৫ দিন সময় লাগতে পারে। এটা আসলে নির্ভর করবে আপনার পাসপোর্টটি কোন ধরণের। যদি জরুরি পাসপোর্ট হয় তাহলে এর আগেও লোকাল পাসপোর্ট অফিসে পৌঁছে যেতে পারে।

আপনার পাসপোর্টটি যদি লোকাল অফিসে পাঠানো হয় তাহলে সেটি লোকাল পাসপোর্ট অফিস থেকেই ইস্যু করা হবে এবং আপনাকে আপনার রেজিস্টারকৃত মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে

কিভাবে বুঝবেন আপনার পাসপোর্ট কবে ডেলিভারি পাওয়া যাবে?

পাসপোর্ট ডেলিভারি চেক করার পর যখন আপনি যদি দেখতে এই লেখাটি দেখতে পান যে, Passport is Ready, Pending for Issuance তখনই বুঝতে পারবেন আপনার পাসপোর্টটি ডেলিভারি পাওয়ার জন্য প্রস্তুত। তাছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ডেলিভারির বিষয়টা জানিয়ে দেওয়া হবে।

শেষ কথা: 

অনলাইন ই পাসপোর্ট চেক বিষয়টি এখন আর ঝামেলাপূর্ণ কোন বিষয় না। যে কেউ প্রপার ডকুমেন্ট দিয়ে অনলাইনে যেমন পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারে ঠিক তেমনি অনলাইন ই পাসপোর্ট চেক ও করতে পারে।

Tags

You might Also Enjoy.....

আমলকি খাওয়ার উপকারিতা

আমলকি খাওয়ার উপকারিতা

Read More

মধু খাওয়ার উপকারিতা ।

Read More
দলিল আছে রেকর্ড নাই

দলিল আছে রেকর্ড নাই ll করণীয় কি?

Read More

One response to “অনলাইন ই পাসপোর্ট চেক: ই পাসপোর্ট চেক করার নিয়ম।”

  1. […] আরা পড়ুন: অনলাইন ই পাসপোর্ট চেক। […]

Leave a Comment

Join Us

Recommended Posts

আমলকি খাওয়ার উপকারিতা

আমলকি খাওয়ার উপকারিতা

মধু খাওয়ার উপকারিতা ।

দলিল আছে রেকর্ড নাই

দলিল আছে রেকর্ড নাই ll করণীয় কি?

ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ।

ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ

দলিলের খুটিনাটি

দলিল সম্পর্কে খুটিনাটি ll খতিয়ান কি

ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ

ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ

ইউরোপে যাওয়ার সহজ উপায়

ইউরোপ যাওয়ার সহজ উপায়

About this site

সাইটটি মূলত টেকনোলজি রিলেটেড। নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসএএস পরীক্ষার জন্যও এখানে ম্যাটেরিয়ালস আপলোড করা হয়। সকল এসএএস পরীক্ষার্থীদের জন্য ভবিষ্যতে এই সাইটটি গূরুত্ত্বপূর্ণ সোর্স হতে চলেছে। পরীক্ষা সংক্রান্ত সকল কিছুই এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ।

Top Rated Posts

প্রতিবন্ধী ভাতার আবেদন

প্রতিবন্ধী ভাতার আবেদন

জমির খাজনা চেক

জমির খাজনা চেক

পড়া মনে রাখার উপায়

পড়া মনে রাখার উপায়

জমির মালিকানা বের করার উপায়

জমির মালিকানা বের করার ‍উপায়

Recommended Posts

গুরুদন্ড প্রদানের প্রক্রিয়া

গুরু দন্ড প্রদানের প্রক্রিয়া

লঘুদন্ড প্রদানের প্রক্রিয়া

লঘুদন্ড প্রদানের প্রক্রিয়া

গুগল বার্ড কি?

গুগল বার্ড কি? গুগল বার্ড এর আদ্যোপান্ত।

ডিপফেক প্রযুক্তি

ডিপফেক প্রযুক্তি: সেরা ১২ টি ডিপফেক অ্যাপস।