আমাদের অনেকেরই এনআইডি কার্ডের ছবি খুবই বিশ্রী বা অদ্ভূত অথবা অস্পষ্ট। এনআইডি কার্ডের এই ছবি বা nid ছবি পরিবর্তন করার নিয়ম নিয়ে আজ আলোচনা করবো।
nid ছবি পরিবর্তন
আপনার আইডি কার্ডের ছবিটি কি অসুন্দর? আপনি কি এটি পরিবর্তন করতে চান? যদি চান তাহলে আমার আজকের এই পোস্টটি সম্পূর্ণই আপনার জন্য। nid ছবি পরিবর্তন ফরম ও স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম জেনে নিন।
nid ছবি পরিবর্তন ফরম
জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষর ও ছবি পরিবর্তন করার জন্য সংশোধন ফরম পূরণ করে উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিয়ে খুব সহজেই NID কার্ডের স্বাক্ষর ও ছবি পরিবর্তন করা যায়। আইডি কার্ডের ছবি তোলার সময় অধিকাংশের ছবি তাড়াহুড়ার কারণে অস্পষ্ট কিংবা অসুন্দর হয়। যারা ২০০৮ সালে কিংবা প্রথম দিকের ভোটার তাদের ছবিগুলো ক্যামেরা ভালো না থাকার কারণে ছবি গুলো ঘোলা এসেছে।
আরো পড়ুন: অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড।
বেশিরভাগ মানুষেরই জাতীয় পরিচয় পত্রের ছবি এতটাই অস্পষ্ট বা অদ্ভূত যে NID Card এর ছবি দেখে আসল ব্যক্তিকে সনাক্ত করা বেশ কষ্টসাধ্য। তাছাড়া অনেকের হয়তো বা চেহারার বাহ্যিক পরিবর্তনের ফলে ভোটার আইডি কার্ডের ছবির সাথে বর্তমান চেহারার কোন মিল পাওয়া যায় না। তাই অনেকেরই nid ছবি পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
এনআইডি কার্ড / জাতীয় পরিচয় পত্রের অস্পষ্ট কিংবা অমিল ছবির কারণে দৈনন্দিন জীবনে অনেকেই বিভন্ন সমস্যার সম্মূখিন হয়ে থাকে। ব্যাংকিং এর মত গুরুত্বপূর্ণ কাজের বেলায় ব্যক্তির স্বাক্ষর আইডি কার্ডের সাথে যাচাই করে দেখা হয়। এক্ষেত্রেও অনেকে বিভিন্ন প্রকার সমস্যার মুখোমুখি হয়। এর জন্য nid ছবি পরিবর্তন বা আইডি কার্ড সংশোধন করা খুবই প্রয়োজন।
NID ছবি পরিবর্তন করার নিয়ম
NID ছবি পরিবর্তন করার জন্য জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২ পূরণ করে উপজেলা নির্বাচন অফিসে স্ব শরীরে উপস্থিত হয়ে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদন জমা দিন। আবেদন ফরমে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি ২৩০ টাকা জমা দেয়ার ট্রানজেকশন নাম্বার উল্লেখ করুন।
nid ছবি পরিবর্তন এর জন্য আবেদন জমা দেওয়া হলে সেটি প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হবে। ছবি পরিবর্তনের কারণ যুক্তিসম্মত হলে নতুন ছবি তোলার জন্য একটি তারিখ দেওয়া হবে। আর যদি নির্বাচন কমিশন অফিসে কাজের কোন চাপ না থাকে তাহলে সেদিনই ছবি তুলে রাখতে পারে।
nid ছবি পরিবর্তন এবং স্বাক্ষর পরিবর্তন আবেদন, সংশোধনী ক্যাটাগরি “খ” এর অন্তর্ভুক্ত। আমরা জানি খ-ক্যাটাগরির আবেদন জেলা পর্যায়ে অনুমোদন করা হয়। আবেদন অনুমোদন হয়ে গেলে সংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে এসএমএস পাঠানো হবে।
NID কার্ডের স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম
nid ছবি পরিবর্তন এর পাশাপাশি আইডি কার্ডের / জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষর পরিবর্তনেরও প্রয়োজনীয়তা দেখা দেয়। আর সেটা করার জন্য স্বাক্ষর পরিবর্তন ফরম ডাউনলোড করে তা যে কোন কম্পিউটার এর দোকান থেকে প্রিন্ট করুন। তারপর সংশোধন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় সংশোধন ফি জমা দিয়ে আবেদন ফরম নিয়ে সরাসরি উপজেলা নির্বাচনে অফিসে উপস্থিত হোন।
জাতীয় পরিচয় পত্র / NID কার্ডের স্বাক্ষর ও nid ছবি পরিবর্তন করার নিয়ম মূলত একই। একটি মাত্র সংশোধন ফরম পূরণ করে জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর এবং nid ছবি পরিবর্তন করা যাবে। সম্পূর্ণ বিষয়টি আরো ভালোভাবে বোঝানোর জন্য পুরো বিষয়টি বিস্তারিত ও ধাপে ধাপে বর্ণনা করা হলো। আমার দেখানো নিয়ম অনুসরণ করে কাজ করলে খুব সহজেই nid ছবি পরিবর্তন এবং স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন।
nid ছবি পরিবর্তন ও স্বাক্ষর পরিবর্তন
- জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২ ডাউনলোড।
- সংশোধন ফরম পূরণ করুন।
- সংশোধন ফি জমা দিন।
- আবেদন সাবমিট করুন।
জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম ২ ডাউনলোড
জাতীয় পরিচয় পত্রের সংশোধন ফরম ডাউনলোড করার জন্য services nidw gov bd এর ডাউনলোড পেজ থেকে তথ্য সংশোধন আবেদন ফর্ম (সংশোধনের জন্য) ডাউনলোড করুন।
আপনি যদি চান তাহলে নিচে দেওয়া ডাউনলোড বাটন থেকেও nid ছবি পরিবর্তন ও স্বাক্ষর পরিবর্তন করার আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন।
nid ছবি পরিবর্তন ও স্বাক্ষর পরিবর্তন করার জন্য ফরম ডাউনলোড করা হয়ে গেলে পরবর্তীতে সেটি যে কোন একটি কম্পিউটার এর দোকান থেকে প্রিন্ট করিয়ে নিন।
nid ছবি পরিবর্তন ও স্বাক্ষর পরিবর্তন ফরম পূরণ করুন
nid ছবি পরিবর্তন ও স্বাক্ষর পরিবর্তনের জন্য জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম-২ ডাউনলোড করে সেটি প্রিন্ট করে নিন। তারপর ফর্ম এর প্রথম দিকের ঘরে নাম ও জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখুন। সংশোধনের বিষয় হিসেবে অন্যান্য (ঝ) ১ম সাড়িতে ছবি ও স্বাক্ষর লিখুন। চাহিত সংশোধিত তথ্য হিসেবে nid ছবি পরিবর্তন ও স্বাক্ষর পরিবর্তন লিখুন। সংযুক্ত দলিলাদি হিসেবে আইডি কার্ডের ফটোকপি লিখুন।
আরো পড়ুনঃ জাতীয় পরিচয়পত্র সংশোধন: ভোটার আইডি কার্ড সংশোধন।
উপরে ফাঁকা ঘরগুলো কলম দিয়ে সোজাসুজি দাগ টেনে কেটে দিতে পারেন। nid ছবি পরিবর্তন ও স্বাক্ষর পরিবর্তন করার ফর্ম কিভাবে পূরণ করবেন তার নিচে নমুনা দেখানো হলো। নিচের ছবিটি অনুসরণ করে আপনি আপনার ফর্ম ফিলাপ করুন। ফর্মটির নিচের দিকে নিদৃষ্ট অংশে সংশ্লিষ্ট আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা লিখতে হবে। আর এখানে যে কার্ডটির যে নাম্বারটি দেওয়া হবে আবেদন অনুমোদন হলে সেই একই নাম্বারে এসএমএস করে জানানো হবে।
সংশোধন ফি জমা দিন
জাতীয় পরিচয় পত্রের বা আইডি কার্ডের বা nid ছবি পরিবর্তন ও স্বাক্ষর পরিবর্তনের জন্য ২৩০ টাকা প্রদান করতে হয়। জাতীয় পরিচয় পত্র সংশোধন এর ফি জমা দেওয়ার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে। যেমন বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই সংশোধন প্রদান করা যায়। বিকাশ বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং গুলোর মধ্যে অন্যতম এবং প্রায় সবার কাছে বিকাশ রয়েছে। বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের সংশোধন ফি জমা দেওয়ার জন্য, বিকাশের দেশবোর্ড থেকে পে বিল অপশনে চলে যান।
পে বিল থেকে NID Services বাছাই করুন তারপর আবেদনের ধরন এবং NID card এর নাম্বার দিয়ে ২৩০ টাকা ফি পরিশোধ করুন। বিকাশের মাধ্যমে আইডি কার্ডের ফি পরিশোধ করার নিয়ম জানুন। সংশোধন ফি জমা দেওয়া হয়ে গেলে বিকাশের ট্রানজেকশন নাম্বারটি ফরমে যুক্ত করুন।
সংশোধন আবেদন জমা দিন
জাতীয় পরিচয় পত্র / আইডি কার্ডের স্বাক্ষর এবং nid ছবি পরিবর্তন পরিবর্তন করার জন্য যে ফর্মটি ডাউনলোড করা হয়েছে তা সঠিকভাবে পূরণ করা হলে সেটি জমা দেওয়ার জন্য উপজেলা নির্বাচন কমিশন অফিসে নিজে উপস্থিত হতে হবে। এই আবেদন আপনার পক্ষ থেকে অন্য কেউ জমা দিলেও তা গ্রহণযোগ্য হবে না। কারন বিষয়টি খুবই সংবেদনশীল।
আবেদন ফরমের সাথে জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিন। আপনার ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার কারণ যুক্তিযুক্ত হলে আবেদনটি গ্রহণ করা হবে। নতুন স্বাক্ষর এবং ছবি তোলার জন্য একটি তারিখ নির্ধারণ করা হতে পারে। আর যদি নির্বাচন অফিসের তেমন কোন কাজের চাপ না থাকে তাহলে আবেদন জমা দেওয়ার দিন ব্যক্তির ছবি এবং স্বাক্ষর সংগ্রহ করা হয়।
নতুন স্বাক্ষর ও ছবিযুক্ত আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম।
আবেদন জমা দেওয়ার ও নতুন করে স্বাক্ষর এবং ছবি তুলে আসার পর আবেদনটি অনুমোদন হতে ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। এই ধরনের আবেদন সংশোধন হলো ক্যাটাগরি “খ” এর আওতাভূক্ত। এই আবেদন অনুমোদনের জন্য জেলা পর্যায়ে চলে যাবে। আপনার আবেদনটি অনুমোদন হয়ে গেলে নতুন ছবিযুক্ত জাতীয় পরিচয় পত্র অনলাইন থেকে অথবা নির্বাচন কমিশন অফিস থেকে সংগ্রহ করা যাবে। অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রের / এনাআইডি কার্ডের PDF ফাইলটি ডাউনলোড করে তা যেকোন কম্পিউটার এর দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে।
নতুন ছবি ও স্বাক্ষর যুক্ত আইডি কার্ড ডাউনলোড করার জন্য services nidw gov bd সেটা প্রবেশ করুন। আপনার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করুন। তারপর ড্যাশবোর্ড থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে নতুন সংশোধিত এনআইডি কার্ড ডাউনলোড করতে হবে। অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড সম্পর্কে বিস্তারিত জানতে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম দেখুন।
বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। অত্রব আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন হলেও নতুন করে স্মার্ট আইডি কার্ড আপাতত আপনি পাবেন না। তবে আপনি যখন আমার এই আর্টিকেলটি পড়ছেন তখন বন্ধ নাও থাকতে পারে। কারন এটি টাইম টু টাইম পরিবর্তন হয়।
আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন সম্পর্কিত কিছু প্রশ্ন।
আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন হতে কত দিন লাগে?
আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের জন্য আবেদন করার পর আবারো নতুন করে ছবি ও স্বাক্ষর জমা দিতে হয়। এরপর সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে আপনার আবেদনটি অনুমোদন হয়ে যাওয়ার কথা। তবে কারিগরি ত্রুটির কারণে মাঝেমাঝে সময়ের কিছুটা হেরফের হতে পারে।
নতুন ছবির স্মার্ট কার্ড পাওয়া যাবে?
আইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদন অনুমোদন হলে জাতীয় পরিচয়পত্রের নতুন ছবি যুক্ত অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করা যাবে। বর্তমানে স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে তাই ছবি পরিবর্তন হলেও স্মার্ট কার্ড পাবেন না।
NID কার্ডের ছবি পরিবর্তন করতে কি কি লাগে?
জাতীয় পরিচয়পত্রের ছবি যদি অস্পষ্ট হয় তা হলে তা পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসসহ জাতীয় পরিচয়পত্রের কপিটি নিয়ে নিজে স্বশরীরে নির্বাচন কমিশন আফিসে উপস্থিত হতে হবে।
সংশোধন ফরম এর কোথায় ট্রানজেকশন নাম্বার লিখব?
আবেদনের ৫ নং কলামে সংশোধন ফি জমা দেওয়ার তথ্যের বিবরণের জন্য অপশন রয়েছে। বিকাশের মাধ্যমে আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন এর পিক জমা দেওয়া হলে ট্রানজেকশন আইডি লিখতে হবে।
শেষ কথাঃ
বরাবরের মত এবারও বলবো জাতীয় পরিচয় পত্র / এনআইডি কার্ড সম্পর্কিত যে কোন সমস্যায় পড়লে ঘাবড়ানোর কিছু নেই। প্রকৃতপক্ষে জাতীয় পরিচয় পত্র / এনআইডি কার্ড সম্পর্কিত সকল সমস্যার সমাধান করা যায়। nid ছবি পরিবর্তন বা স্বাক্ষর পরিবর্তন করা এখন আর কঠিন কোন বিষয় নয়। তাছাড়া যে কোন সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আমি আপনার উপকার করতে পারবো ইনশাল্লাহ।
Leave a Comment