জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

Last Updated On:

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড বা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড প্রায় একই জিনিস এবং একই টপিক যা বিভিন্ন মানুষ বিভিন্ন সময় গুগলে সার্চ করে থাকে।

আরো পড়ুন: অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই।

জন্ম নিবন্ধন সনদ এর প্রয়োজনের খাতিরে আমরা অনেকেই jonmo nibondhon online copy download বা জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে চাই। আর এই কাজটিই আমরা খুব সহজে কিভাবে করব ? জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যাবে কিনা এবং ডাউনলোড করার উপায় কি ? সেটি আজকের আলোচনার মূল বিষয়।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

প্রথমে সংক্ষেপে একটু ধারনা দেয়ার চেষ্টা করি।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার দুটি উপায় আছে:

অনলাইনে:

  1. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন:
    • আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর।
    • জন্ম তারিখ (YYYY-MM-DD ফর্ম্যাটে)।
  2. everify.bdris.gov.bd ওয়েবসাইটে যান।

  3. নির্দেশ অনুযায়ী তথ্য প্রদান করুন:
    • জন্ম নিবন্ধন নম্বর ফিল্ডে ১৭ ডিজিটের নম্বর লিখুন।
    • জন্ম তারিখ ফিল্ডে YYYY-MM-DD ফর্ম্যাটে তারিখ লিখুন।
    • ক্যাপচা সমাধান করুন।
  4. “সার্চ” বাটনে ক্লিক করুন।
  5. আপনার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করুন।
  6. “Ctrl+P” চাপুন।
  7. “প্রিন্ট” অপশন থেকে PDF ফাইল ডাউনলোড করুন।

মনে রাখবেন:

  • অনলাইনে ডাউনলোড করা জন্ম নিবন্ধন সনদের কোন সরকারি মূল্য নেই
  • শুধুমাত্র ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ‍ধারীরা অনলাইনে সনদ ডাউনলোড করতে পারবেন।
  • যদি আপনার ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর থাকে, তাহলে শেষে একটি শূন্য যোগ করে ১৭ ডিজিট করুন।

অফলাইনে:

  1. আপনার এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কার্যালয়ে যান।
  2. প্রয়োজনীয় ফর্ম পূরণ করুন এবং জমা দিন।
  3. নির্ধারিত ফি প্রদান করুন।
  4. আপনার মূল জন্ম নিবন্ধন সনদ এবং ‍সনদের একটি ‍সত্যায়িত ‍কপি পাবেন।

আরো যা মনে রাখবেন:

  • মূল জন্ম নিবন্ধন সনদ ‍সাথে নিয়ে যান।
  • ‍সনদের ‍সত্যায়িত ‍কপির জন্য ‍নির্ধারিত ‍ফি প্রদান করতে হবে।

আরও তথ্যের জন্য:

আশা করি এই তথ্যগুলো আপনার জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে সাহায্য করবে।

এবার আসি মূল ও বিস্তারিত আলোচনায়।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার পূর্বে আমাদের প্রত্যেককে জন্ম নিবন্ধন অনলাইন থাকা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন সনদ যদি অনলাইন করা থাকে তাহলে আমরা খুব সহজে জন্ম নিবন্ধন অনলাইন কপি পিডিএফ pdf ডাউনলোড ফাইল প্রিন্ট করে নিতে পারব। তবে আমরা আমাদের জন্ম নিবন্ধন এর মূলকপি সেটি কখনো অনলাইনে পাবনা আমরা জাস্ট শুধু জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারব এটা মূল কপি থেকে সম্পূর্ণ আলাদা। শুধু প্রয়োজনে ক্ষেত্রেই আপনারা জন্ম নিবন্ধন অনলাইন কপি ব্যবহার করতে পারবেন। ব্যক্তিগত বড় বড় কাজে ব্যবহার করার জন্য আপনার জন্ম নিবন্ধন এর মূলকপি ইউনিয়ন পরিষদ বা পৌরসভার ডিজিটাল তথ্যকেন্দ্র থেকে সংগ্রহ করে নিবেন। জন্ম নিবন্ধন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করা আবশ্যক

জন্ম নিবন্ধন অনলাইন কিনা

আমাদের যাদের হাতে লেখা পুরোনো বা অনেক আগের জন্ম নিবন্ধন সনদ রয়েছে অনেক ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন অনলাইনে করা নেই। যদিও হাতে লেখা সকল জন্ম নিবন্ধন সরকার ডিজিটালভাবে ডাটাবেজ বা ওয়েবসাইটের সংরক্ষণ করে সেক্ষেত্রে ভুলক্রমে অনেকের জন্মনিবন্ধন সনদ অনলাইন করা বাদ যেতে পারে। যাদের জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা নেই তাদের জন্ম নিবন্ধন সনদ ম্যানুয়াল ভাবে অনলাইন করতে হবে আপনারা যারা জানেন না কিভাবে জন্ম নিবন্ধন সনদ অনলাইন করতে হয় তারা জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম এই পোস্টটি দেখে আসতে পারেন

আপনার জন্ম নিবন্ধন সনদ যদি সরকার অটোমেটিক্যালি ডাটাবেজে সেভ করে থাকে তাহলে আপনার সিটি যাচাই বাছাই করতে হবে। আর জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড বা জন্ম নিবন্ধন এর অনলাইন কপি ডাউনলোড করার জন্য জন্ম নিবন্ধন সনদ যাচাই করে নিতে হবে। দেখতে হবে সেটি অনলাইন আছে কিনা।

জন্ম নিবন্ধন সনদ যাচাই ।

  • জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য প্রথমে https://everify.bdris.gov.bd/ এর সাইটে ভিজিট করুন
  • আপনার জন্ম নিবন্ধন সনদের 17 সংখ্যার ডিজিট টাইপ করুন
  • এবং আপনার জন্ম নিবন্ধন সনদে উল্লেখিত জন্ম তারিখ টাইপ করুন
  • সবশেষে যদি ক্যাপচা আসে তাহলে ক্যাপচা পূরন করার মাধ্যমে Search বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারবেন

    জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

    জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

দ্বিতীয় ঘরে যখন আপনি আপনার জন্ম তারিখ উল্লেখ করবেন তখন জন্ম তারিখটা ঠিক দেখানো এই ফর্মেটে হতে হবে। প্রথমেই আপনার জন্ম সাল অর্থাত যে বছর আপনি জন্ম গ্রহন করেছেন। এরপরে আপনার জন্ম মাস অর্থাত যে মাসে আপনি জন্ম নিয়েছেন এবং সবশেষে আপনার জন্ম তারিখ অর্থাৎ আপনি মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এই ফর্মেটে দিতে হবে। অনেকেই প্রথমে তারিখ পরে মাস পরে জন্ম সাল দেয় কারণে জন্ম তথ্য যাচাই করতে পারেনা। আর পরের দুটি সংখ্যা যোগফল নির্ণয় করে দিতে হবে। এটি না দিলেও আপনি জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন না

আরো পড়ুন: জন্ম তারিখ দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন জানতে হলে ক্লিক করুন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

আপনি যদি জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন সনদের 17 ডিজিটের সংখ্যা এবং আপনার নিজ জন্ম তারিখ দিয়ে everify.bdris.gov.bd এই ঠিকানায় গিয়ে আপনার জন্ম তথ্য যাচাই করতে হবে। এরপরে আপনার কম্পিউটারের কিবোর্ড এ থাকা Ctrl + P একসাথে ক্লিক করার মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি PDF আকারে ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে স্ক্রিনশট করে ও জন্ম নিবন্ধন অনলাইন কপি সংগ্রহ করতে পারেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

আপনি যখন https://everify.bdris.gov.bd/ এই সাইটে প্রবেশ করে আপনার জন্ম নিবন্ধন সনদ যাচাই করবেন তখন আপনাকে উপরের মত একটি ইন্টারফেস এ আপনার জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপিটি দেখতে পাবেন।. এখানে আপনার নাম-পরিচয় পিতামাতা এবং ইত্যাদি আপনার ঠিকানা দেখানো হবে সাথে আপনার জন্ম নিবন্ধন নাম্বার।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

সব তথ্য সঠিক থাকলে আপনি আপনার কম্পিউটারের ctrl + p দুইটা বাটন একসাথে ক্লিক করলে একটি পিডিএফ ফাইল আপনাকে শো করা হবে এবং সেটি আপনার কম্পিউটারের কোন লোকেশনে সেভ করতে চান সেটি ঠিক করে দিতে হবে এরপরে সেভ করলেই জন্ম নিবন্ধন আপনার অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে।

পিডিএফ সেভ করার জন্য এই কাজটি কম্পিউটারে করতে হবে। কারন মোবাইল দিয়ে আপনি কখনো পিডিএফ ফাইল সেভ করতে পারবেন না। তবে এখনকার অত্যাধূনিক মোবাইলে এটি হলেও হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে অনেকবার ট্রাই করেও সেটি করতে পারিনি। শুধুমাত্র স্ক্রিনশট করতে পারবেন।

এখানে একটি কথা বলে রাখা ভালো। আর সেটা হলো আপনার জন্ম নিবন্ধন সনদের মূলকপিটি আপনি কখনোই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না। তবে আমি আবারও বলছি আমি যখন এ কাজটি করেছি তখন এমনটি করা যায়নি। বর্তমানে করা গেলেও যেতে পারে। জন্ম নিবন্ধন সনদের মূলকপি ডাউনলোড করার জন্য আপনার নিকটস্থ ইউনিয়ন/ পৌরসভা বা সিটি কর্পোরেশনের গিয়ে সেখানে তথ্যকেন্দ্রে যিনি কাজ করেন তাকে জানাতে হবে। সেই আপনার জন্ম নিবন্ধন অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার পরিচয় ব্যবহার করে তাদের ডাটাবেজ থেকে আপনার জন্ম নিবন্ধন মুল কপিটি ডাউনলোড করে দিবে। তখন আপনি সেটি প্রিন্ট মেশিন ব্যবহার করে যে কোন দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।

অরিজিনাল জন্ম নিবন্ধন দেখার নিয়ম। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড পিডিএফ

আপনি যখন আপনার জন্ম নিবন্ধন অনলাইন করবেন তখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে যদি আপনি সেটি ঘরে বসেই আবেদন করেন । আর যদি আপনি ডিজিটাল তথ্যকেন্দ্র থেকে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবেনা জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার কয়েক দিনের মাথায়ই আপনি আপনার জন্ম নিবন্ধন অরিজিনাল কপি তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তবে জন্ম নিবন্ধন অরিজিনাল কপি আপনি কখনোই অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন না শুধুমাত্র জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট

বাংলাদেশ সরকার এর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয় কর্তৃপক্ষ অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই বা জন্ম নিবন্ধন সনদ প্রদান ওয়েবসাইট হলো https://bdris.gov.bd/. এই সাইট থেকে আপনি আপনারা জন্ম নিবন্ধন সনদের জন্য নতুন আবেদন করতে পারবেন এবং জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। জন্ম নিবন্ধন সনদ এ যদি কোন ভুলত্রুটি থেকে থাকে তাহলে সেটি সংশোধনও করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড psd । জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

আপনার জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার পরে জন্ম নিবন্ধন সনদ কম্পিউটারের ctrl + p কমান্ডের সাহায্যে আপনার জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারবেন তবে সেটি মূলকপি নয় আর যারা জন্ম নিবন্ধন সনদ psd ডাউনলোড করার জন্য সার্চ করেন তারা জন্ম নিবন্ধন সনদ psd তৈরি করার জন্য ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের ডিজিটাল তথ্যকেন্দ্রের লোকদের সাথে আলোচনা করতে পারেন সেখান থেকে আমরা জন্ম নিবন্ধন মূল কপি সংযোগ করে আপনার কম্পিউটারের psd বা pdf তৈরি করতে পারেন

হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

যাদের জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গিয়েছে তারা এখন থেকে খুব সহজেই জন্ম নিবন্ধন সংশোধন এর নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করার মাধ্যমে হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল তথ্যকেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবেন। তবে আপনার জন্ম নিবন্ধন সনদ টি যদি হাতে লেখা হয় অর্থাত অনেক আগের হয় তাহলে আপনি সেটি নতুন করে সেটার প্রতিলিপি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন এবং একই সাথে আপনার জন্ম নিবন্ধন মূল কপি সংগ্রহ করতে পারবেন। আগে একবার বলেছি জন্ম নিবন্ধন অনলাইন থেকে আপনারা মূল কপি ডাউনলোড করতে পারবে না শুধুমাত্র জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি আপনারা সংগ্রহ করতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড 

আপনার জন্ম নিবন্ধন সনদ টি যদি ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকে তাহলে আপনার লোকাল ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য কেন্দ্রে প্রবেশ করে সেখানকার ব্যক্তিবর্গের সাথে আলোচনা করতে হবে। আপনার জন্ম নিবন্ধন সনদ যদি অনলাইন করা না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন সনদটি ডিজিটাল করে নিবেন তারপর সেখান থেকে তারা (সংশ্লিষ্ট কর্মকর্তারা) তাদের সার্ভার থেকে আপনার জন্ম নিবন্ধন মূল কপি ডাউনলোড করে আপনাকে প্রিন্ট করে দিবে।

Tags

You might Also Enjoy.....

আমলকি খাওয়ার উপকারিতা

আমলকি খাওয়ার উপকারিতা

Read More

মধু খাওয়ার উপকারিতা ।

Read More
দলিল আছে রেকর্ড নাই

দলিল আছে রেকর্ড নাই ll করণীয় কি?

Read More

2 responses to “জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড”

  1. […] আরো পড়ুন: জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড। […]

  2. […] আরো পড়ুন: জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড। […]

Leave a Comment

Join Us

Recommended Posts

আমলকি খাওয়ার উপকারিতা

আমলকি খাওয়ার উপকারিতা

মধু খাওয়ার উপকারিতা ।

দলিল আছে রেকর্ড নাই

দলিল আছে রেকর্ড নাই ll করণীয় কি?

ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ।

ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ

দলিলের খুটিনাটি

দলিল সম্পর্কে খুটিনাটি ll খতিয়ান কি

ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ

ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ

ইউরোপে যাওয়ার সহজ উপায়

ইউরোপ যাওয়ার সহজ উপায়

About this site

সাইটটি মূলত টেকনোলজি রিলেটেড। নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসএএস পরীক্ষার জন্যও এখানে ম্যাটেরিয়ালস আপলোড করা হয়। সকল এসএএস পরীক্ষার্থীদের জন্য ভবিষ্যতে এই সাইটটি গূরুত্ত্বপূর্ণ সোর্স হতে চলেছে। পরীক্ষা সংক্রান্ত সকল কিছুই এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ।

Top Rated Posts

প্রতিবন্ধী ভাতার আবেদন

প্রতিবন্ধী ভাতার আবেদন

জমির খাজনা চেক

জমির খাজনা চেক

পড়া মনে রাখার উপায়

পড়া মনে রাখার উপায়

জমির মালিকানা বের করার উপায়

জমির মালিকানা বের করার ‍উপায়

Recommended Posts

গুরুদন্ড প্রদানের প্রক্রিয়া

গুরু দন্ড প্রদানের প্রক্রিয়া

লঘুদন্ড প্রদানের প্রক্রিয়া

লঘুদন্ড প্রদানের প্রক্রিয়া

গুগল বার্ড কি?

গুগল বার্ড কি? গুগল বার্ড এর আদ্যোপান্ত।

ডিপফেক প্রযুক্তি

ডিপফেক প্রযুক্তি: সেরা ১২ টি ডিপফেক অ্যাপস।