কারো নামে মামলা আছে কিনা জানার উপায় সম্পর্কে অনলাইনে অনেক ব্লগ বা ভিডিও পেয়ে যাবেন। সেখানে আপনি কতটুকু সঠিক তথ্য পাবেন সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।আমি বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য এই আর্টিকেলটি লিখছি। আশা করি আপনারা বেশ উপকৃত হবেন।
আরো পড়ুন: জন্ম নিবন্ধন সংশোধন।
আমাদের সাথে অনেকের ঘনিষ্ঠতা গড়ে উঠতে পারে তাছাড়া নানা বিরোধ বা ঝগড়া হতেও পারে, আর এই ঝগড়া বিবাদ থেকে মামলা পর্যন্ত গড়াতে পারে। কেউ কেউ গোপনে মামলা করেন, আবার কেউ প্রকাশ্যে করেন। প্রকাশ্যে মামলার কথা জানা গেলেও গোপনে মামলা হলে সেটি বোঝায় একপ্রকারে অসম্ভব হয়ে পড়ে। তবে এটা কিভাবে জানা যাবে? সেটা নিয়েই আজকের এই আলোচনা।
কারো নামে মামলা আছে কিনা জানার উপায়
বর্তমানে সমাজে বসবাস করতে হলে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ কিংবা চলাচল করতে হয়, অনেকের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তবে কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পূর্বেই ওই ব্যক্তি সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত, তার ব্যক্তিগত ব্যাপার, পূর্বের যুগ সূত্র এবং অবশ্যই জেনে রাখা ভালো, হতে পারে উক্ত ব্যক্তির পেছনে অনেক খারাপ রয়েছে, সেটা হতে পারে প্রকাশ্যে কিংবা গোপনে। ধরে নিন হয়তো সেই ব্যক্তির নামে পেছনে মামলা রয়েছে, হতে পারে সেটা চলমান কিংবা খারিজ, তো কারো নামে কোন মামলা রয়েছে কিনা এটা আমরা জানতে পারবো কয়েকটি উপায় এর মাধ্যমে।
কারো নামে মামলা আছে কিনা জানার উপায়
কারো নামে অনলাইনে বা অফলাইনে কোন ধরণের মামলা আছে কিনা সেটা জানার জন্য সন্দেহভাজন ব্যক্তির স্থানীয় কিংবা পূর্বের ঠিকানায় সংশ্লিষ্ট থানায় খোঁজ নিয়ে দেখতে হবে।
কারো নামে মামলা আছে কিনা জানার উপায়
এছাড়াও উক্ত ব্যক্তির নামে কোর্টে কোনো ধরনের মামলা আছে কিনা এটা জানতে হলে জেলার ক্ষেত্রে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা সি.জে.এম কোর্টে এবং মহানগরের ক্ষেত্রে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একজন উকিলের সাহায্য নিয়ে তলব করতে হবে।
আপনি যদি কখনো মনে করেন যে আপনি মামলাটি দেখবেন তাহলে এই লিংকে যেয়ে https://causelist.judiciary.gov.bd/ দেখতে পারেন।
থানার মামলা দেখার উপায়
আপনি যদি কারো নামে মামলা আছে কিনা তা জানতে চান, তাহলে প্রথমেই আপনার এলাকার থানায় যোগাযোগ করুন। যদি মনে করেন যে, আপনার কিংবা সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হতে পারে, তাহলে সংশ্লিষ্ট থানায় খোঁজ নিতে হবে। এক্ষেত্রে দুটি থানায় মামলা হতে পারে। যথা:
- বিরোধ বা ঘটনা যে থানার আওতায় সংঘটিত হয়েছে সেই থানায়।
- যে আপনার বিরুদ্ধে মামলা করতে পারে বলে আপনার সন্দেহ তার বসবাসের আশেপাশের কোন থানায়।
এই দুই থানার যেকোনো একটিতে নিচে দেখানো উপায়ে খোঁজ নিতে পারেন।
- প্রথমেই স্বশরীরে সরাসরি নিজে গিয়ে থানার মুন্সির/কর্মরত অফিসারেদের সাথে যোগাযোগ করুন।
- পরিচিত কোন পুলিশ কনস্টেবল বা এসআই এর মাধ্যমে খোঁজ নিন।
- আপনার কোন নিকট আত্মীয় বা স্থানীয় কোন প্রভাবশালীর (চেয়ারম্যান, মেম্বার বা কোন গন্যমান্য ব্যক্তি) সহযোগিতা নিন।আপনি যদি থানায় গিয়ে খোঁজ নিতে ভয় পান, তাহলে আপনার আত্মীয় বা স্থানীয় কোন প্রভাবশালীর সহযোগিতা নেওয়াই ভালো। তারা আপনার নাম, বাবার নাম এবং সংশ্লিষ্ট ঘটনার সম্ভব্য তারিখসহ থানায় ব্যবহৃত FIR (First Information Report) এর মামলার তালিকা থেকে দেখতে পারবেন।
আদালতে মামলা আছে কিনা জানার উপায়
কারো বিরুদ্ধে যদি কোন মামলা দায়ের করা হয়ে থাকে, তাহলে সেই মামলাটি উক্ত থানার অধীনে স্থানীয় আদালতে স্থানান্তরিত করা হবে। জেলার ক্ষেত্রে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা সি.জে.এম কোর্টে এবং মহানগরের ক্ষেত্রে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।প্রথমে প্রত্যেকটি মামলার নালিশী দরখাস্ত (Complaint Petition) এর মাধ্যমে আদালতের পেসকার এর নিকট বা বেঞ্চ সহকারির নিকট জমা দেয়া হয়। প্রত্যেকটি মামলা তালিকাভুক্ত করার জন্য একটি সরকারি রেজিস্টার থাকে। আপনি নিজে যদি আদালতে যোগাযোগ করে মামলার তথ্য সম্পর্কে কোন তথ্য জানতে চান তাহলে আদালতের রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করুন।
একজন পরিচিত অভিজ্ঞ আইনজীবীকে ব্যাক্তির নাম, বাবার নাম এবং সংশ্লিষ্ট ঘটনার সম্ভব্য তারিখসহ সম্ভব হলে বিস্তারিত তাকে জানান। কিংবা রেজিস্ট্রার এর সহায়তা নিতে পারেন। এক্ষেত্রে রেজিস্টার আপনার কাছ থেকে তথ্য নিয়ে সরাসরি মামলার রেজিস্টার চেক করে আপনাকে মামলার তথ্য জানাবেন।
শেষ কথা-
কারো নামে মামলা আছে কিনা জানার উপায় সম্পর্কে যথাসাধ্য চেষ্টা করেছি উপস্থাপন করার জন্য। যদি আপনার এ বিষয়ে কোন জিজ্ঞাসা থাকে তাহলে আপনি নির্দিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন।
Leave a Comment