ই নামজারি

Last Updated On:

ই নামজারি

আপনার জমি কার নামে খারিজ করা তা জানতে বা অনলাইনে ই নামজারি আবেদন করে থাকলে জেনে নিতে পারেন ই নামজারি যাচাই বা খারিজ খতিয়ান চেক করার নিয়ম।

ই নামজারি

ই নামজারি হলো বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে জমির মালিকানা স্বত্ব পরিবর্তন, উত্তরাধিকার সূত্রে জমি পাওয়া, জমি ভাগ করা, জমির দলিল সংশোধন ইত্যাদি কাজ করা যায়।

আরো পড়ুন- অনলাইনে জমির খতিয়ান অনুসন্ধান।

সহজ কথায় বলতে গেলে, ই-নামজারি হলো অনলাইনে জমির নাম পরিবর্তন করা।

ই নামজারির সুবিধা

দ্রুত ও সহজ- আগে নামজারির জন্য land office-এ যেতে হতো। কিন্তু এখন অনলাইনেই করা যায়, যা অনেক দ্রুত ও সহজ।

স্বচ্ছতা- অনলাইন পদ্ধতি হওয়ায় নামজারির প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।

খরচ কম- আগে নামজারির জন্য অনেক খরচ হতো। কিন্তু এখন অনলাইনে করার ফলে খরচ অনেক কমেছে।

ঝামেলামুক্ত– অনলাইন পদ্ধতি হওয়ায় নামজারির প্রক্রিয়া অনেক ঝামেলামুক্ত হয়েছে।

ই নামজারির প্রক্রিয়া:

প্রথমে, আপনাকে https://mutation.land.gov.bd/ ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই হয়ে অনুমোদিত হলে, ফি পরিশোধ করে নামজারি সম্পন্ন করা যাবে।

মালিকানা অধিকার ভোগ করতে জমি খারিজ বা নামজারি করা গুরুত্বপূর্ণ। জমি ক্রয়-বিক্রয় বা ওয়ারিশ সূত্রে পাওয়ার পর নতুন মালিক নিজের নামে নামজারি করতে হয়। অন্যথায়, পূর্বের মালিকের নামেই তা রেকর্ড থাকে। তাই মালিকানা নিরাপত্তায় অনলাইনে খারিজ খতিয়ান চেক করে নিন।

খারিজ খতিয়ান কি?

খারিজ খতিয়ান বলতে জমির নতুন মালিকের নামে খতিয়ান নিবন্ধন করাকে বুঝায়। বাংলাদেশের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ এর ধারা ১৪৩ অনুসারে খারিজ খতিয়ানকে সংজ্ঞায়িত করা যায়। যথা-
কোন ব্যক্তি জমির মালিকানা পাওয়ার পর, পূর্ব মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের নাম সংশ্লিষ্ট খতিয়ান অন্তর্ভুক্ত, নতুন খতিয়ান খোলাকেই খারিজ/ নামজারি বা মিউটেশন বলে। এক্ষেত্রে নতুন মালিক নিজ নামে নতুন খতিয়ান খোলবে ও রেকর্ড হালনাগাদ করবে। বর্তমানে খুব সহজেই জমির খারিজ করা যায়,

খারিজ খতিয়ান চেক করবো কিভাবে

ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ E-porcha ওয়েবসাইটে ভিজিট করে, নামজারি খতিয়ান অনুসন্ধান পেজে যান। তারপর, আপনার জমির বিভাগ, জেলা, উপজেলা, মৌজা ও খতিয়ান নং এর তথ্য দিলে নামজারি বা খারিজ খতিয়ান যাচাই করতে পারবেন। ইউনিয়ন পরিষদ বা উপজেলা ভূমি অফিস থেকে নামজারি খতিয়ান চেক করতে ফি দিতে হয়। তাই বিনা খরচে অনলাইনে ঘরে বসেই ই-পর্চা ওয়েবসাইট থেকে নিজের খতিয়ান চেক করুন।

খারিজ খতিয়ান চেক করতে কি কি লাগে

খারিজ খতিয়ান যাচাই করতে দরকার-

  1. জমির অবস্থানের ঠিকানা
  2. খতিয়ান নম্বর/ খতিয়ানের মালিকের নাম।

এ দুটি তথ্য আপনার কাছে থাকলেই আপনার হাতে থাকা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে জমির খারিজ খতিয়ান অনুসন্ধান করে ফেলতে পারবেন খুবই সহজে।

নামজারি খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি

খারিজ/ নামজারি খতিয়ান অনুসন্ধান করার জন্য প্রথমেই ভিজিট করুন- https://eporcha.gov.bd/ এই লিংকে। এটি ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবার ওয়েবসাইট।

ই নামজারি

ই নামজারি

লিংক ওপেন করার পর ভূমি মন্ত্রণালয়ের ই-পর্চা নামক ওয়েবসাইটের মূল ইন্টারফেসে প্রবেশ করবেন। এবার খারিজ খতিয়ান অনুসন্ধানের জন্য নিচের ছবিসহ দেখানো ধাপগুলো ফলো করুন-

ধাপ ১: নামজারি খতিয়ান অনুসন্ধান
ই-পর্চা ওয়েবসাইটের এই পেজে প্রত্যেকটি সেবার সার্ভিস মেন্যু দেখতে পাবেন। জমির খারিজ/ নামজারি খতিয়ান বা মিউটেশন চেক করার জন্য এখান থেকে নামজারি খতিয়ান অপশনে যান।

ই নামজারি

ই নামজারি

ধাপ ২: খতিয়ানের অবস্থান বা ঠিকানা
জমির খারিজ খতিয়ান চেক করার জন্য সেখানে থাকা অনুসন্ধান বক্সে খতিয়ানের বিভাগ সিলেক্ট করুন। তারপর ধারাবাহিকভাবে জেলা ও উপজেলা অপশন আসলে তা সিলেক্ট করুন।

ধাপ ৩: মৌজা নির্বাচন
দেশের ভূমি সংক্রান্ত ম্যাপ পরিচালনার জন্যই মূলত মৌজা গঠিত। ই-পর্চা ওয়েবসাইটে কিছু জেলা ও উপজেলার তথ্য দেওয়ার পর মৌজাসমূহের তালিকা দেখা যায়। তবে মৌজা না দেখালে আপনার মৌজার নাম ও মৌজা নম্বর লিখে অনুসন্ধান করুন।

ধাপ ৪: খতিয়ানের তালিকা
মৌজা তথ্য দেওয়ার পর সেই মৌজার অধীনে থাকা সকল খতিয়ানের তালিকা দেখতে পাবেন। এখান থেকে আপনার খতিয়ানটি খুঁজে বের করুন। খতিয়ান খুঁজে না পেলে ‘খতিয়ান নং’ অনুসন্ধান ঘরের অপশনে আপনার নামজারি খতিয়ান নম্বরটি লিখে ‘খুঁজুন’ বাটন অপশনে ক্লিক করুন।

ব্যাস, এভাবে আপনার জমির নামজারি বা খারিজ খতিয়ান যাচাই করতে পারবেন।

ই নামজারি যাচাই

বর্তমানে অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জমি খারিজ করা যায়। অনলাইনে আবেদন করার পর নামজারি খতিয়ান আবেদনের অবস্থা জানতে পারবেন।
তার জন্য প্রথমে এই লিংকে ভিজিট করুন- https://mutation.land.gov.bd/search-application এবার, অনুসন্ধান ফরমে-

ই নামজারি

ই নামজারি

জমির অবস্থানের ঠিকানা- যেমন বিভাগ, জেলা, উপজেলা, প্রভৃতি
আবেদন আই.ডি;
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর;
সর্বশেষ, গাণিতিক ফলাফল লিখুন।
তারপর ‘খুঁজুন’ নামক বাটনে ক্লিক করলে জমির নামজারি/ খারিজ খতিয়ান চেক করে আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।

FAQ’s

অনলাইনে ই নামজারি বা খারিজ আবেদন করবো কিভাবে?

অনলাইনে জমি খারিজ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের https://mutation.land.gov.bd/ এই ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর, নামজারি আবেদন অপশনে ক্লিক করলে একটি আবেদনপত্র পাবেন। জমি খারিজের সকল তথ্য দিয়ে অনলাইনে আবেদনপত্র সাবমিট করুন।

জমি খারিজ না করলে কি হয়?

জমি খারিজ বা জমির নামজারি করা ছাড়া জমির সম্পূর্ণ মালিকানা অধিকার পাওয়া যায় না। তাই অনলাইন ভূমি রেকর্ডে জমি পূর্বের মালিকের নামেই তালিকাভুক্ত থাকে। জমির পূর্বের মালিক দ্বিতীয়বার বা পুনরায় সেই জমি বিক্রয় করে জটিলতা সৃষ্টি করতে পারে।

জমি খারিজ করতে কত টাকা লাগে?

জমি খারিজ করতে অনলাইনে ই নামজারি আবেদনের সময়- কোর্ট ফি ২০ টাকা ও নোটিশ জারি ফি ৫০ টাকা দিতে হয়। আবেদন অনুমোদিত হলে ভূমি রেকর্ড সংশোধন ফি- ১০০০ টাকা এবং খতিয়ান সরবরাহ ফি এর জন্য ১০০/- টাকা অনলাইনে জমা দিতে হয়।

Tags

You might Also Enjoy.....

আমলকি খাওয়ার উপকারিতা

আমলকি খাওয়ার উপকারিতা

Read More

মধু খাওয়ার উপকারিতা ।

Read More
দলিল আছে রেকর্ড নাই

দলিল আছে রেকর্ড নাই ll করণীয় কি?

Read More

One response to “ই নামজারি”

Leave a Comment

Join Us

Recommended Posts

আমলকি খাওয়ার উপকারিতা

আমলকি খাওয়ার উপকারিতা

মধু খাওয়ার উপকারিতা ।

দলিল আছে রেকর্ড নাই

দলিল আছে রেকর্ড নাই ll করণীয় কি?

ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ।

ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ

দলিলের খুটিনাটি

দলিল সম্পর্কে খুটিনাটি ll খতিয়ান কি

ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ

ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ

ইউরোপে যাওয়ার সহজ উপায়

ইউরোপ যাওয়ার সহজ উপায়

About this site

সাইটটি মূলত টেকনোলজি রিলেটেড। নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এসএএস পরীক্ষার জন্যও এখানে ম্যাটেরিয়ালস আপলোড করা হয়। সকল এসএএস পরীক্ষার্থীদের জন্য ভবিষ্যতে এই সাইটটি গূরুত্ত্বপূর্ণ সোর্স হতে চলেছে। পরীক্ষা সংক্রান্ত সকল কিছুই এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ।

Top Rated Posts

প্রতিবন্ধী ভাতার আবেদন

প্রতিবন্ধী ভাতার আবেদন

জমির খাজনা চেক

জমির খাজনা চেক

পড়া মনে রাখার উপায়

পড়া মনে রাখার উপায়

জমির মালিকানা বের করার উপায়

জমির মালিকানা বের করার ‍উপায়

Recommended Posts

গুরুদন্ড প্রদানের প্রক্রিয়া

গুরু দন্ড প্রদানের প্রক্রিয়া

লঘুদন্ড প্রদানের প্রক্রিয়া

লঘুদন্ড প্রদানের প্রক্রিয়া

গুগল বার্ড কি?

গুগল বার্ড কি? গুগল বার্ড এর আদ্যোপান্ত।

ডিপফেক প্রযুক্তি

ডিপফেক প্রযুক্তি: সেরা ১২ টি ডিপফেক অ্যাপস।